CBI দফতরে হাজিরার আগেই সুপ্রিম কোর্টে অভিষেক! এড়াবেন নিজাম প্যালেস? তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে আজ সিবিআই দফতরে যাওয়ার কিছু সময় আগেই সুপ্রিম কোর্টে(Supreme Court) স্পেশ্যাল লিভ পিটিশন দাখিল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সেই স্পেশাল লিভ পিটিশনের কথা চিঠি দিয়ে জানিয়েও দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। সোমবার এই আবেদনের শুনানি বলে জানা যাচ্ছে। তারপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করেই এদিন সাত সকালে শীর্ষ আদালতে আবেদন জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো। জরুরি ভিত্তিক শুনানির আবেদন করা হয় সেই মামলায়। তবে তাতেও লাভের লাভ কিছুই হল না।

আগামী সোমবার অভিষেকের সেই আবেদনের শুনানি হবে বলে জানানো হয়। এরপরই সিবিআই দফতরের উদ্দেশে যান অভিষেক। নির্ধারিত সময় ১১ টার ২ মিনিট আগেই নিজামে পৌঁছে যান তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত তৃণমূলের অপসারিত যুব নেতা কুন্তল ঘোষের মুখে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আদালতে চিঠি দিয়ে তিনি জানান ইডি, সিবিআই অভিষেকের নাম নেওয়ার জন্য তাকে ছাপ দিচ্ছে। অন্যদিকে, তার কিছুদিন আগেই শহীদ মিনারের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন তার নাম নেওয়ার জন্য অভিযুক্তদের চাপ দেওয়া হয়।

abhishek hc

এরপরই এই মামলায় অভিষেককে যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। ঘটনাচক্রে শীর্ষ আদালতের নির্দেশে সেই মামলার এজলাস বদল হয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যায়। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন তিনি। এরপরই গতকাল অভিষেককে তলব করে CBI। আর এদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার আগে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর