চাকরির নামে ১০ লক্ষ টাকা নিয়ে পগারপার, প্রাণে মারার হুমকি! অভিযুক্ত তৃণমূল নেতা

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। চারিদিক থেকে উঠে আসছে শুধুমাত্র দুর্নীতির অভিযোগ। কাঠগড়ায় শাসকদলের নেতারা। এবার সেই তালিকাতেই নাম জুড়লো উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) তৃণমূল উপপ্রধানের স্বামী সমীর বিশ্বাসের নাম। অভিযোগ, প্রাথমিকে (Primary) চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দশ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন তিনি।

তবে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিলেও সে চাকরি আর হয়নি। না ফেরত দেওয়া হয়েছে টাকা। কোনো উপায় না পেয়ে শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছে প্রতারিত পরিবার। সূত্রের খবর, সমীরবাবু প্রতারিত ওই পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়। ওদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে বাগদা থানার রানিহাটি এলাকায়।

আর কী জানা যাচ্ছে? অভিযোগকারীর নাম রামকৃষ্ণ বালা। তার দাবি, গাইঘাটার ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আন্নারানি বিশ্বাসের স্বামী সমীর কুমার বিশ্বাস তার ছেলেকে প্রাইমারিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তবে না হয়েছে চাকরির, না ফেরত দেওয়া হয়েছে টাকা।

tmc flag

এই অভিযোগ নিয়ে বনগাঁ মহকুমা আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। রামকৃষ্ণ বালা আরও জানান, তাদের দুঃসম্পর্কের আত্মীয় সমীর বিশ্বাস। ২০১৭ সালে তাদের বাড়িতে এসে ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা নগদ দেন।

তবে সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় সমীর বিশ্বাসের কাছে গেলে তিনি জানান, “টাকাগুলি নেতা-মন্ত্রীদের দিয়ে দিয়েছি।” পরে বারবার টাকা চাইলে ছেলে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ। এরপরই সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর