বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই মহাকাশ গবেষণার ক্ষেত্রে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করছে ভারত (India)। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করতে চলেছে আমাদের দেশ। জানা গিয়েছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ISRO (Indian Space Research Organisation) শীঘ্রই চন্দ্রযান ৩ (Chandrayaan 3) লঞ্চ করতে চলেছে। এমনকি, জুলাইয়ের মাঝামাঝি সময়ে এই স্পেসক্রাফ্টটি চাঁদে পাঠানো যেতে পারে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, ২০১৯ সালে ISRO চন্দ্রযান ২ অভিযান সম্পন্ন করেছিল।
এদিকে, মহাকাশ বিভাগের অধীনে থাকা এই জাতীয় মহাকাশ সংস্থার বেঙ্গালুরুতে স্থিত সদর দফতরের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, “চন্দ্রযান-৩ মিশন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত হয়েছে।” ১২ জুলাই এটি লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। এদিকে, ISRO-র আধিকারিকদের মতে, ল্যান্ডার এবং রোভারে বৈজ্ঞানিক যন্ত্রগুলি “চাঁদের বিজ্ঞান”-এর “থিম”-এর ওপর কাজ করবে। পাশাপাশি, আরেকটি পরীক্ষামূলক যন্ত্র চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর “স্পেকট্রো-পোলারিমেট্রিক সিগনেচার”-কে গবেষণা করবে।
এদিকে, বিভিন্ন মিডিয়া রিপোর্টে আধিকারিকদের উদ্ধৃত করে বলা হচ্ছে যে, এই মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করবে। শুধু তাই নয়, চন্দ্রযান ৩-এর প্রতিযোগিতা রাশিয়ার মহাকাশযান লুনা ২৫-এর সাথে হবে। উল্লেখ্য যে, লুনা ২৫ আগামী ১৩ জুলাই লঞ্চ করার জন্য প্রস্তুত করা হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে, “আবুধাবি স্পেস ডিবেট”-এর সময় বলা হয়েছিল, “২০১৩ সালে মার্স অরবিটার মিশনের সফল উৎক্ষেপণের পাশাপাশি, ভারত চন্দ্রযান ১ এবং চন্দ্রযান ২ নামে পরিচিত মিশনগুলি চাঁদে পাঠানোর ক্ষেত্রে দু’বার চেষ্টা করেছে। তবে, চাঁদের জন্য তৃতীয় উপগ্রহ মিশন চন্দ্রযান-৩ আগামী বছর উৎক্ষেপণ করা হবে।”
এটি চন্দ্রযান ২ থেকে এইভাবে আলাদা হবে: জানা গিয়েছে, চন্দ্রযান ২-তে ছিল অরবিটার, ল্যান্ডার এবং রোভার। এদিকে, এই স্পেস প্রোগ্রামের তৃতীয় পর্বে ল্যান্ডার, রোভার এবং প্রপালশন মডিউল থাকবে। বর্তমানে চন্দ্রযান ৩ উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। এমনকি, এই সংক্রান্ত যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা গত মার্চেই সম্পন্ন হয়েছে। চন্দ্রযান ৩ চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ, ভূমিকম্প সংক্রান্ত কার্যকলাপের রিডিংস সহ একাধিক কাজ করতে সক্ষম হবে।
চন্দ্রযান ৩-এর উদ্দেশ্য: মূলত, চন্দ্রযান ৩ চন্দ্রপৃষ্ঠে নিরাপদে অবতরণ এবং প্রদক্ষিণ করার ক্ষমতা প্রদর্শন করবে। একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ISRO প্রধান এস সোমনাথ সম্প্রতি বলেছেন, “চন্দ্রযান ৩-এর মূল লক্ষ্য হল ল্যান্ডিং। এর জন্য অনেক কাজ করা হয়েছে। যার মধ্যে রয়েছে নতুন উপকরণ তৈরি করা, আরও ভালো অ্যালগরিদম তৈরি করা এবং ফেলিওর মোডের প্রতি নজর দেওয়া।”