৩ জন পাকিস্তানের ক্রিকেটার যারা বিরাট কোহলির আগেই জিতেছেন IPL! রইলো তালিকা…

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলে (Indian Premier League) বিরাট কোহলি (Virat Kohli) ১৬ বছর ধরেই খেলছেন। প্রথম দুই বছর তার পারফরম্যান্স বিরাট সুলভ ছিল না। কিন্তু ২০১০ সাল থেকেই নিজের জাত চেনাতে শুরু করে দিয়েছেন তিনি। তারপর থেকে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার তিনি। এই বছরেও তার ব্যাট থেকে রানের বন্যা বয়েছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো যে আইপিএল ট্রফিটা আরসিবির হাতে তুলে দিতে পারেননি তিনি।

অথচ পাকিস্তানের মাটিতে এমন কিছু ক্রিকেটার রয়েছেন, যারা মাত্র ১ বছর আইপিএল খেলেছেন, কিন্তু তাদের আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে। এই নিয়ে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা বিরাট কোহলিকে ব্যাঙ্গ করে থাকেন। আজ সেই পাকিস্তানের ক্রিকেটারদের নিয়েই এই প্রতিবেদন।

kamran akmal rr

কামরান আকমল: আইপিএল শুরু হওয়ার সময় কামরান আকমল পাকিস্তানের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন। তাই, রাজস্থান রয়্যালস তাকে আইপিএল ২০০৮-এর জন্য দলে নিয়েছিল। তারকা উইকেট-রক্ষক ২৫.৬০ গড়ে ১২৮ রান করেন ছয়টি ম্যাচ খেলে। কামরান একটি অর্ধশতরানও করেছেন আইপিএলে। ১৬৪ স্ট্রাইক রেট বজায় রেখে তিনি ব্যাটিং করেছিলেন এবং রাজস্থানের ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

tanvir ipl

সোহেল তনভির: আইপিএলের মঞ্চে সবচেয়ে সফল পাকিস্তানি তারকা। ইনিও রাজস্থান রয়্যালস দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০০৮ সালে প্রথম আইপিএলে তিনি মোট ২২টি উইকেট নিয়েছিলেন। এই বাঁ হাতি পেসারের ওই আইপিএলে ইকোনমি রেট ছিল ৬.৪৬। তার বোলিং একটি মূল কারণ ছিল যার জন্য রাজস্থানের ট্রফি জিততে পেরেছিল।

ইউনিস খান: পাকিস্তানের এই নামজাদা ব্যাটারও রাজস্থানের আইপিএল জয়ী দলের অংশ ছিলেন। যদি অতি নিম বাকি দুজনের মত খুব একটা সফল হন নেই এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে। ২০০৮ সালে তিনি কেবলমাত্র একবার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে তিনি মাত্র তিন রান করে আউট হওয়ায় আর সুযোগ দেওয়া হয়নি তাকে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর