বাংলা হান্ট ডেস্কঃ জয়ের পর থেকেই জল্পনা ছিল। অবশেষে তাই সত্যি হল। কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে (Trinamool) যোগ দিলেন সাগরদিঘীর বিধায়ক বায়রন বিশ্বাস (Bairon Biswas)। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাথে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডোর হাত থেকেই তৃণমূলের পতাকা তুলে নিলেন তিনি।
শুধু তাই নয়, সাগরদিঘির নির্বাচনে তার জয়ের পেছনে কংগ্রেসের বিন্দুমাত্র হাত ছিল না বলেও সাফ জানিয়ে দিলেন তৃণমূলের বায়রন। সদ্য তৃণমূলে যোগ দেওয়া বায়রনের কথায়, ” আমি বরাবরই তৃণমূলে ছিলাম। ভোটের আগেও তৃণমূলের টিকিটে লড়ার চেষ্টা করেছি। কোনও কারণে তা সম্ভব হয়নি।”
অধীর চৌধুরী প্রসঙ্গ উঠলে খানিক এড়িয়ে গিয়ে তিনি বলেন, “তার কোনো অবদান ছিল না। নইলে একটা আসনেও জিততে পারতো না, এরম হত না।” শুধু তাই নয়, বিস্ফোরক দাবি তুলে বিধায়ক আরও বলেন, “অধীর চৌধুরীর বিজেপির বিরুদ্ধে লড়ার কোনও প্রয়াস নেই।”
অন্যদিকে আজ বায়রনকে পাশে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বায়রন। কংগ্রেস-সিপিএম জোটে বিজেপির লাভ হয়েছে। আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না, গড়ার খেলায় বিশ্বাস করি’।
বায়রন তো কংগ্রেস যোগ দিলেন জোড়াফুলে। তবে সামনে তুলে আনলেন অনেক অনেক প্রশ্ন। কি এমন হল এই তিন মাসে যে, তৃণমূলকে কিনে নিতে চাওয়া বায়রনের মধ্যে এরম আমূল পরিবর্তন! এই তো কিছুদিন আগেই উপনির্বাচনে জিতে বায়রন বুক ফুলিয়ে বায়রন বলেছিলেন, ‘লিখে রেখে দিন, তৃণমূল আমায় কিনতে পারবে না। দরকারে আমি তৃণমূলকে কিনে নেব।’
আর আর সেই বায়রনই আজ পূর্বের সব কথা পাল্টে যোগ দিলেন তৃণমূলে। এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে আজ অধীর চৌধুরীর দাবি, তাকে ভয় দেখিয়ে তৃণমূলে নেওয়া হয়েছে। যদিও অধীরের কথা নস্যাত করে বায়রন বলেন তিনি হামেশা তৃণমূলেই ছিলেন।