আধারের নাম-ঠিকানা সংশোধন করতে চান? বিনামূল্যে ঠিক করার সুযোগ পাবেন এই তারিখ পর্যন্ত

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে যে কোনও সরকারি ও বেসরকারি কাজে আধার কার্ড গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়। তবে অনেক সময় আধার কার্ডে ভুল তথ্যের কারণে আমাদের সমস্যায় পড়তে হয়। কখনো আধার কার্ডে নাম ভুল থাকে, আবার কখনো ঠিকানা অপর্যাপ্ত থাকে। কারোর কারোর আধার কার্ডে (Aadhaar Card) জন্মতারিখ, লিঙ্গ ও মোবাইল নম্বর ভুল থাকে।

এর ফলে আমাদের বিভিন্ন সময় হয়রানির শিকার হতে হয়। কিন্তু আপনারা চাইলে অনলাইন ও অফলাইন এই দুই মোডেই সংশোধন করতে পারেন আধার কার্ডের তথ্য। দুই ক্ষেত্রে আধার কার্ডের তথ্য সংশোধন করার জন্য ৫০ টাকা করে ফি লাগে। তবে সরকার আগামী ১৪ই জুনের মধ্যে আধার কার্ড সংশোধন করার ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে।

আগামী ১৪ জুনের মধ্যে আপনারা যদি আপনাদের ভুল তথ্য ঠিক করেন তাহলে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। বিনামূল্যে আধারের তথ্য আপডেট করার জন্য আপনাদের যেতে হবে https://uidai.gov.in/ এই পোর্টালে। এরপর আপনাদের ক্লিক করতে হবে  ‘প্রসেস টু আপডেট’ অপশনে। সেখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর চাওয়া হবে।

ওই জায়গায় আপনার মোবাইল নম্বর এন্টার করে দিতে হবে। এরপর আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি নথিভুক্ত করতে হবে। এরপর নতুন পেজে আপনি আপনার নাম, বয়স, ইমেইল আইডি ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। প্রমাণপত্র হিসেবে আপনি ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড অ্যাটাচ করে দিতে পারবেন। আপনাদের বলে রাখি আধারের ওয়েবসাইটে গিয়ে মোট দুবার নাম পরিবর্তন করা যায়। সে ক্ষেত্রে খুব সাবধানে এই কাজটি করবেন।

aadhaar 2

আধার ওয়েবসাইটে জন্ম তারিখ সংশোধন করা যায় মাত্র একবার। ঠিকানা বদল করতে হলেও একই নিয়ম রয়েছে। আধারের সেলফ আপডেট সার্ভিস পোর্টালে গিয়ে ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে আপনাদের লগইন করতে হবে। এরপর ওটিপি দিয়ে নতুন পেজে প্রবেশ করে  ‘প্রসেস টু আপডেট অ্যাড্রেস’-এ যেতে হবে। সেখানে নতুন ঠিকানা এন্টার করতে হবে। এরপর উপযুক্ত নথি দিয়ে সেটিকে সাবমিট করতে হবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর