বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দিনের শুরুতে অজিঙ্কা রাহানে এবং শার্দূল ঠাকুরের লড়াইয়ে ভর করে ফলো অন এড়িয়ে ২৯৬ রান তুলেছিল ভারতীয় দল। ভারতের টপ অর্ডার গতকাল শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল। তারপর রবীন্দ্র জাদেজার পাল্টা আক্রমণে ভর করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ভারত। কিন্তু ৪৮ রানের স্কোর আউট হয়ে গিয়েছিলেন তিনি। অপরাজিত ছিলেন রাহানে।
আজ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অর্ধশতরান করার পাশাপাশি পেরিয়ে গেলেন পাঁচ হাজার রানের গন্ডিও। ভাগ্যের সহায়তা পেয়েছিলেন শার্দূল ঠাকুর এবং তিনিও যোগ্য সঙ্গ দেন রাহানেকে। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে ১৭৩ রানের বেশি লিড নিতে দেয়নি ভারত।
এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয়বার ব্যাটিং করতে নামলে তাদের দুই ওপেনারকে দ্রুত ড্রেসিংরুমে ফেরান সিরাজ এবং উমেশ। কিন্তু ক্রিজে বেশ জমিয়ে বসেছিলেন লাবুশানে ও স্টিভ স্মিথ। দুজনেই স্থির করে নিয়েছিলেন যে বড় ইনিংস খেলবেন। ভারত ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছে এমনটা মনে হচ্ছিল সকলেরই।
কিন্তু ঠিক এই সময়টা ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন রবীন্দ্র জাদেজা। তিনি ড্রেসিংরুমে ফিরিয়ে দেন প্রথম ইনিংসের দুই নায়ক স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেডকে। ফলে বেশ কিছুটা অক্সিজেন পায় ভারত। তবে ক্রিজে রয়েছেন লাবুশানে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার সময় তিনি ড্রেসিংরুমে ঘুমোচ্ছিলেন। কিন্তু তাকে বেশিক্ষণ ঘুমোতে দেননি সিরাজ। ক্রিজে আসার পর তাকে কয়েকটি বাউন্সারের সামনে অস্বস্তিতে করতে দেখা যায়।
তবে শেষ পর্যন্ত ধৈর্যশীল ব্যাটিং করে তৃতীয় দিনের শেষে ১১৮ বল খেলে ৪১ রানের অপরাজিত রয়েছেন তিনি। চার উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। তাদের লিড ২৯৬ রানের। কাল ভারতীয় দলকে চেষ্টা করতে হবে আর ১০০ রানের মধ্যে অস্ট্রেলিয়াকে অলআউট করার। নয়তো ম্যাচে জয় পাওয়া খুবই মুশকিল হয়ে পড়বে।