বাংলা হান্ট ডেস্ক: আপনি কি নিয়মিতভাবে কঠিন কঠিন সব ধাঁধার (Puzzle) সমাধান করতে ভালোবাসেন? তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্য। মূলত, আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন যাঁরা নিয়মিত ভাবে ধাঁধার সমাধান করেন। এমতাবস্থায়, বর্তমানে সোশ্যাল মিডিয়া (Social Media)-তে ঢুঁ মারলেই বিভিন্ন ধাঁধার সমস্যা দেখতে পাওয়া যায়। আর সেগুলি সমাধানের জন্য যথেষ্ট সময় অতিবাহিত করেন তাঁরা।
তবে, ধাঁধা সমাধান করতে গিয়ে এমন কিছু ছবি সামনে আসে যেগুলি সমাধান করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায় সবার। মূলত, ওই ছবিগুলি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) অর্থাৎ দৃষ্টিভ্রমের মাধ্যমে আমাদের বিভ্রান্ত করে দেয়। পাশাপাশি, ওই বিশেষ ছবিগুলিতে একটি নির্দিষ্ট ধরণের প্রতীক বা কোনো বিষয়কে অনুসন্ধান করতে হয় নেটিজেনদের।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ছবিগুলিকে নির্ভুলভাবে সমাধান করার অভ্যাস বাড়িয়ে দেয় মস্তিষ্কের কর্মক্ষমতাও। সেই রেশ বজায় রেখেই এবার ঠিক ওইরকমই এক ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেটিতে একটি নির্দিষ্ট সংখ্যাকে খুঁজে পেতে রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে পাঠকদের উদ্দেশ্যে ওই ছবিটি উপস্থাপিত করা হল।
খুঁজতে হবে লুকিয়ে থাকা সংখ্যাটিকে: মূলত, ভাইরাল হওয়া ওই ছবিটিতে হঠাৎ করে তাকালে সেখানে মনে হবে হয়তো ইংরেজিতে শুধুমাত্র “54” সংখ্যাটি লেখা রয়েছে। কারণ সারিবদ্ধভাবে সমগ্ৰ ছবিটি জুড়েই কালো রংয়ে লেখা থাকতে দেখা গিয়েছে ওই সংখ্যাটি। তবে, ওই ছবিতে “54”-র ভিড়ে লুকিয়ে রয়েছে আরও একটি সংখ্যা। যেটি হল “34”। আর সেটিকে খুঁজে পেলেই সমাধান হয়ে যাবে ছবিটির। এমতাবস্থায়, আপনিও ওই সংখ্যাটি খুঁজে দেখার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত ৮ সেকেন্ডের মধ্যে খুঁজতে হবে সংখ্যাটিকে। তবে, বারংবার চেষ্টা করার পরেও যদি আপনি সংখ্যাটিকে খুঁজে না পান তাহলেও চিন্তা নেই। কারণ, আমরা সেটির সঠিক অবস্থানটি জানিয়ে দিচ্ছি।
এইখানে লুকিয়ে রয়েছে সংখ্যাটি: মূলত, ওই ছবিটি ভালোভাবে পরিলক্ষিত করলেই কিন্তু সংখ্যাটিকে খুঁজে পাওয়া সম্ভব। সেজন্য খুঁটিয়ে দেখতে হবে ছবিটিকে। তাহলেই দেখা যাবে যে, ছবিটির বাম দিক থেকে চার নম্বর সারির ঠিক মাঝামাঝি দিকে রয়েছে “34” সংখাটি। সমগ্ৰ ছবিটির মধ্যে শুধুমাত্র ওইখানেই সংখ্যাটি রয়েছে। এমতাবস্থায় সেটিকে ভালোভাবে বোঝানোর জন্য একটি লালবৃত্তের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি। তবে, আমাদের দেখিয়ে দেওয়ার আগেই আপনি যদি নির্ধারিত ৮ সেকেন্ডের মধ্যে ওই সংখ্যাটিকে খুঁজে পেয়ে যান সেক্ষেত্রে মানতেই হবে যে আপনি নিঃসন্দেহে একজন জিনিয়াস।