নিজের প্রাক্তন ওপেনিং পার্টনারকেও দিলেন না ছাড়! সেওবাগকে ধুঁয়ে দিলেন গৌতম গম্ভীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিতর্ক আর গৌতম গম্ভীর (Gautam Gambhir) যেন ক্রমশই সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। কিছুদিন আগে তুমি খুব ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটি দলকে প্রাধান্য দেওয়ার চেয়ে ব্যক্তি পূজায় প্রাধান্য দেওয়ার যে প্রবণতার কথা বলেছিলেন, সেই নিয়ে কম জলঘোলা হয়নি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এখন তার আরও এক মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

আইপিএল চলাকালীন আমরা দেখতে পেয়েছিলাম যে একাধিকবার সুনীল গাভাস্কার, বীরেন্দ্র সেওবাগ কপিল দেব-দের মতো কিংবদন্তি ক্রিকেটারদের পান মশলার বিজ্ঞাপন করেছেন। এবার তাদেরকে নিজেদের আক্রমণের নিশানা করেছেন গম্ভীর। নিজের প্রাক্তন ওপেনিং পার্টনার সেওবাগকেও ছেড়ে দেননি তিনি।

তিনি তাদের এই বিজ্ঞাপন করার বিষয়টিকে হতাশা জনক এবং বিশ্রী বলে মন্তব্য করেছেন। যে তিনজন ক্রিকেটারের নাম এখানে উল্লেখিত হয়েছে তারা প্রত্যেকেই রোল মডেল, সেই নিয়ে কারোর সন্দেহ নেই। তাদের এই বিজ্ঞাপনগুলিতে যুক্ত হওয়ার অর্থ বাচ্চাদের কাছে ভুল বার্তা যাওয়া, এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

Gautam Gambhir 1 1

গৌতম গম্ভীর এই ক্ষেত্রে সচিন টেন্ডুলকারের উদাহরণ টেনে এনেছেন‌। তিনি জানিয়েছেন যে সচিনের কাছেও সুযোগ ছিল এই জাতীয় বিজ্ঞাপন গুলির অংশ হয়ে কোটি কোটি টাকা রোজগার করার। কিন্তু তিনি তেমনটা করেননি। গুটখা বা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থেকে নিজেকে বরাবরই দূরে সরিয়ে রেখেছিলেন সচিন টেন্ডুলকার। সকলের কাছে যারা আদর্শ তাদের ব্যবহার এমনই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গম্ভীর।

কিছুদিন আগে সচিন জানিয়েছেন যে ব্ল্যাঙ্কচেক নিয়ে অনেক তামাকজাত দ্রব্যের সংস্থা তার সঙ্গে যোগাযোগ করেছিল বহুবার। কিন্তু তাদের কোনও অফার সচিন গ্রহণ করেননি। এর মূল কারণ হলো তার বাবার দেওয়া আদেশ। সচিনের বাবা, রমেশ টেন্ডুলকার তাকে বুঝিয়েছিলেন যে তিনি একজন রোল মডেল এবং অনেকের কাছে অনুপ্রেরণা। তার ছোটখাটো কাজগুলো অন্য অনেকের জীবনে প্রভাব ফেলে। অনেকেই তাকে অনুসরণ করার চেষ্টা করে। তাই তাদের কোনও ক্ষতি হোক এমন কোনও কাজ সচিন করবেন না এমনটা তিনি নিজের পিতাকেই কথা দিয়েছিলেন।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর