ঘরে বসেই ৩.৪ কোটি টাকা আয়ের সুযোগ, ধামাকাদার অফার নিয়ে হাজির Pocket 52

বাংলা হান্ট ডেস্ক: অতিরিক্ত অর্থ উপার্জন (Income) করতে কে না চান? এদিকে, বর্তমান সময়ে ওই অর্থ উপার্জনের ক্ষেত্রেই বিভিন্ন পথের দরজা খুলে গিয়েছে। মূলত, এখন অনলাইন মাধ্যমগুলিকে কাজে লাগিয়ে খুব সহজেই উপার্জন করা সম্ভব ভালো অঙ্কের টাকা। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই এক লাভজনক বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি ইতিমধ্যেই সর্বত্র সাড়া ফেলে দিয়েছে।

মূলত, আজ আমরা Pocket 52-র Pocket Poker Champiosnship-এর বিষয়ে জানাবো। যেটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গত ১৬ জুন থেকে। যা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এখানে থাকছে ৩.৪ কোটি টাকার প্রাইজ পুল জেতার সুবিধা। শুধু তাইই নয়, নতুন ইউজার দের দেওয়া হচ্ছে ফ্রি টুর্নামেন্ট টিকিট । অফারটি পেতে এক্ষুনি করুন – Sign Up 

তবে, Pocket 52-র ওয়েবসাইট www.pocket52.com-এ গেলে দেখা যাবে যে, সেখানে বেশ কিছু টুর্নামেন্ট ইতিমধ্যেই চলছে। আর সেগুলিতেও থাকছে দুর্দান্ত অর্থ জেতার সুযোগ। এদিকে, Pocket Poker Champiosnship-এর নির্দিষ্ট দিনগুলিতে থাকছে পৃথক পৃথক টুর্নামেন্ট। যেগুলিতে থাকছে আলাদা আলাদা প্রাইজ পুলও।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Pocket 52-র মাধ্যমে আপনি দেশের যেকোনো প্রান্ত থেকেই খুব সহজে এই টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করতে পারবেন। সেজন্য আপনার প্রয়োজন হবে শুধু একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন। আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে Sign in করার মাধ্যমেই খেলা শুরু করতে পারবেন।

এছাড়াও আপনি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামেও Pocket 52-র সাথে সংযুক্ত থাকতে পারবেন। যার মাধ্যমে আপনি এক্সক্লুসিভ টুর্নামেন্ট টিকিট সহ দুর্দান্ত গিভঅ্যাওয়ের সুযোগও নিতে পারবেন। তবে মাথায় রাখতে হবে যে, ১৮ বছর কিংবা তার বেশি বয়স হলেই আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন।

whatsapp image 2023 06 18 at 10.31.53 pm

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এখানে আপনি পেয়ে যাবেন শর্তসাপেক্ষে ১৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা। এছাড়া এটি রেফার করলেও মিলবে টাকা। এখান থেকে প্রাপ্ত অর্থ জমা হবে Pocket 52-র অ্যাকাউন্টে। তাই, আর দেরি না করে স্মার্টফোনকে কাজে লাগিয়েই Pocket 52-র হাত ধরে করে ফেলুন দুর্দান্ত অর্থ উপার্জন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর