বলুন তো, পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয়! উত্তর শুনলে আপনার মাথা ঘুরে যাবে

বাংলাহান্ট ডেস্ক : সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি চাকরি, চাকরিপ্রার্থীদের দিতে হয় পরীক্ষা কিংবা ইন্টারভিউ (Interview)। অনেক সময় টপিকের বাইরে গিয়েও নানান ধরনের প্রশ্ন করা হয় চাকরিপ্রার্থীদের। আপনিও যদি বর্তমানে চাকরি খুঁজছেন তাহলে ইন্টারভিউতে যাওয়ার আগে দেখে নিন আমাদের এই বিশেষ প্রতিবেদন।

সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে নানান ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন। এমন বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আমরা অনেকেই জানিনা। আবার বেশ কিছু প্রশ্নের উত্তর সকলেই জানেন। আসলে মাঝেমধ্যেই চাকরিপ্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাই করার জন্য বেশ কিছু প্রশ্ন করা হয়। তেমনই কিছু প্রশ্নের তালিকা তুলে ধরলাম আমরা।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পেছনে যিনি ষড়যন্ত্রী ছিলেন তাকে হত্যা করেছিলেন কে ?
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে ষড়যন্ত্রীকে উধম সিং নামক এক ব্যক্তি হত্যা করেছিলেন।

গুজরাটের রাজধানীর নাম কি জানেন ?
গুজরাটের রাজধানীর নাম গান্ধীনগর।

জানেন কি কোন পাখি তার বাচ্চাদেরকে দুধ খাওয়ায় ?
বাদুড়। আসলে বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী তাই তাদের বাচ্চাদের দুধ খাওয়ায়। তবে এই প্রাণী উড়তে পারে আর সে কারণেই বাদুড়কে অনেক সময় পাখি বলা হয়।

জানেন কি কোন দেশকে ‘সাদা হাতির’ দেশ বলা হয় ?
‘সাদা হাতির’ দেশ বলা হয় থাইল্যান্ডকে।

জানেন পশ্চিমবঙ্গের প্রাচীন নাম কি ?
পশ্চিমবঙ্গের প্রাচীন নাম বঙ্গ।

interview job questions

এমন কোন জিনিস আছে যেটা মেয়েরা টাকা ছাড়া দেয় না ?
বিয়ের দিন বরের জুতো লুকিয়ে রাখেন মেয়েরা। টাকা আদায় না করে সেই জুতো ফেরত দেন না বরকে।

আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ?
আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী।

কোন মহাদেশকে ছোট পৃথিবী বলা হয় জানেন? 
এশিয়া মহাদেশকে বলা হয় ছোট পৃথিবী।

ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন ? 
ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা।

জানেন কি স্নানের পর শরীর মোছা হলেও কোন জিনিসটা ভিজে থাকে
স্নানের পর শরীর মোছা হলেও ভিজে থাকে তোয়ালে কিংবা গামছা।

‘বাংলার দুঃখ’ বলা হয় কোন নদীকে ?
দামোদর নদীকে ‘বাংলার দুঃখ’ বলা হয়।

additiya

সম্পর্কিত খবর