ICC টুর্নামেন্টগুলির ফাইনালে ভারতীয় হিসাবে প্রথম এই কাজ করে ক্রিকেটের ইতিহাসে অমর এই ৪ ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইসিসি (ICC) এখনো পর্যন্ত সিনিয়ার পর্যায়ে চারটি প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এই প্রতিযোগিতাগুলি হলো ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত এখনও পর্যন্ত তিনবার ওডিআই বিশ্বকাপ ফাইনাল, চারবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল এবং ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো সেই নামগুলো নিয়ে যারা এই টুর্নামেন্টের ফাইনালগুলিতে ভারতীয় জার্সিতে প্রথম অর্ধশতরানের দেখা পেয়েছেন।

sehwag 2003

ওডিআই বিশ্বকাপ: ভারতীয় দল ১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে নেমেছিল ঠিকই কিন্তু সেইবার লো স্কোরিং ম্যাচে কেউ ৫০ রানের গন্ডি অতিক্রম করতে পারেননি। এই ক্ষেত্রে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন বীরেন্দ্র সেওবাগ যখন দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ওডিআই বিশ্বকাপে ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত ফাইনালে পৌঁছেছিল। অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও সেওবাগ ৮৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন।

sachin tendulkar 2000

চ্যাম্পিয়ন্স ট্রফি: ২০০০ সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিল এবং সচিন প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে হাফ-সেঞ্চুরি করেছিলেন। ওই ম্যাচের শতরান করেছিলেন অধিনায়ক সৌরভ। কিন্তু প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে সেদিন হারাতে পারেনি ভারত।

2007 gambhir

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে প্রথমবার আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত ঐ টুর্নামেন্টের ফাইনালে ভারতীয় জার্সিতে অর্ধশতরান করেছিলেন গৌতম গম্ভীর। তার ৭৫ রানের ইনিংসে ভর করে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত।

Rahane

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: এখনো পর্যন্ত আইসিসির দুইবার এই টুর্নামেন্ট আয়োজন করেছে এবং দুইবারই ভারত ফাইনালে পৌঁছেছে। কিন্তু ২০২১ সালের ফাইনালে কোনও ভারতীয় ক্রিকেটের অর্ধশতরানের গণ্ডি ছুঁতে পারেননি। ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করে অভিজ্ঞ রাহানে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একজন ভারতীয় হিসেবে হাফ-সেঞ্চুরি করেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর