ভারতের জাতীয় সঙ্গীত গেয়েই প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম! মার্কিন গায়িকা বললেন, ‘আমি ধন্য’

বাংলাহান্ট ডেস্ক: অভূতপূর্ব ঘটনা ঘটল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আমেরিকা সফরে। ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে সর্বসমক্ষে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন জনপ্রিয় মার্কিন গায়িকা ম্যারি মিলবেন (Mary Milben)। মোদীর পা ছুঁয়ে তাঁর আশীবার্দ নেওয়ার দৃশ্যটি এই মুহূর্তে ভাইরাল নেট মাধ্যমে।

আমেরিকা সফরে দেশের বাইরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটন ডিসিতে রোনাল্ড রেগান বিল্ডিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী এবং গায়িকা ম্যারি মিলবেন। ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন এবং ওম জয় জগদীশ হরে গানদুটি আগেও শোনা গিয়েছে আফ্রিকান-আমেরিকান গায়িকার কণ্ঠে। ভারতেও তাঁর জনপ্রিয়তা নেহাত কম নয়।

modi

এদিনও অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জন গণ মন গাইতে শোনা যায় ম্যারিকে। গান শেষ হওয়ার পর করতালির মাঝেই তিনি এগিয়ে যান প্রধানমন্ত্রীর দিকে। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অভিভূত মোদী সঙ্গে সঙ্গে ধরে ফেলেন ম্যারিকে। কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁদের। এদিকে তখন শোনা যাচ্ছে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান।

ম্যারি মিলবেনের কথায়, পরপর চার জন মার্কিন প্রেসিডেন্টের সামনে তিনি আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনার সুযোগ পেয়েছেন। এবার নিজের পরিবার স্বরূপ দেশ ভারত এবং ভারতবাসীর সম্মানে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন তিনি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, ‘মার্কিন গায়িকা ম্যারি মিলবেন ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার পর প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন! গোটা বিশ্ব মোদীর আধ্যাত্মিকতা এবং ভারতীয় মূল্যবোধ এবং সংষ্কৃতির প্রতি শিকড়ের টানকে শ্রদ্ধা করে’।

ম্যারি মিলবেন প্রথম নন। এর আগে পাপুয়া নিউগিনি সফরে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। সারা বিশ্ব থেকেই ভালবাসা, সম্মান পেয়ে চলেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতীয় সংষ্কৃতি এতটাই সুন্দর যে তা এখন গোটা বিশ্ব অনুসরণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে ম্যারি মিলবেন ভারতীয়দের সুপ্রাচীন মূল্যবোধকে সম্মান জানিয়েছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর