ফের নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের! যেতে হবে আজই, কী হতে চলেছে? তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ আজ ফের রাজভবনে (Raj Bhawan) রাজ্য নির্বাচন কমিশনারকে (State Election Commissioner) রাজীব সিনহাকে (Rajiv Sinha) তলব রাজ্যপালের। একদিকে দুদিন আগেই কমিশনারের জয়েনিং লেটার ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল। এই নিয়ে রাজ্য বনাম রাজ্যপাল। এই আবহেই কমিশনারকে আবার তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। কী হতে চলেছে! তুঙ্গে জল্পনা।

সূত্রের খবর, আজ বিকেলেই রাজীব সিনহাকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এর আগেও কমিশনারকে তলব করেছিলেন রাজ্যপাল। তবে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আবহে মনোনয়ন, স্ক্রুটিনির কাজে ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি বলে জানিয়েছিলেন। জানা গিয়েছে, কমিশনারের এই গরহাজিরায় রীতিমতো ক্ষুব্ধ রাজভবন।

প্রসঙ্গত, ভোট শুরুর আগেই মনোনয়ন পর্বে মনোনয়ন জমাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙ্গড়, ক্যানিং সহ রাজ্যের একাধিক জায়গা। এই অশান্তি, প্রাণহানির ঘটনা নিয়ে আলোচনার জন্যই এর আগেও কমিশনারের ডাক পড়েছিল রাজভবনে। তবে তিনি কাজে ব্যস্ত থাকায় রাজ্যপালের ডাকে সাড়া দেননি।

cv bose

অন্যদিকে, এরপরই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার জয়েনিং রিপোর্ট নবান্নে ফেরত পাঠান রাজ্যপাল। গত শনিবার তলবে না আসতে এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছিল। এরপরই রাজ্যজুড়ে জোর জল্পনা শুরু হয় যে তাহলে কী এবার পদত্যাগ করবেন কমিশনার। যদিও রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ইস্যুতে সরাসরি রাজীব সিন্হার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নির্বাচন কমিশনারের নিয়োগের ফাইলে ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল। ইমপিচমেন্ট ছাড়া তাকে সরানো যায় না।

এই নিয়ে ঠোকাঠুকিড় মধ্যেই রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ফের রাজভবনে ডেকে পাঠানো হল রাজ্য নির্বাচন কমিশনারকে। সূত্রের খবর নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য় তাকে ডাকা হয়েছে। তবে রাজ্য-রাজ্যপাল উত্তপ্ত আবহেই কমিশনার এবারে রাজভবনে যান কী না সেটাই দেখার বিষয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর