যাত্রীদের কথা ভেবে এবার এই কারণে সতর্ক করল রেল মন্ত্রক! এটি না মানলেই যেতে পারে প্রাণ

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের ক্ষেত্রে রেলপথকেই (Indian Railways) ভরসা করেন। দূরের কোনো সফর হোক কিংবা কাছের কোনো গন্তব্য প্ৰতিটি ক্ষেত্রেই ট্রেনে চেপে সফরের জুড়ি মেলা ভার। আর এই কারণেই এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গণপরিবহণ হিসেবে বিবেচিত হয়।

পাশাপাশি, যাত্রীদের সুবিধার্থেও প্রায়শই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় রেলের তরফে। উল্লেখ্য যে, ট্রেনে চেপে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু যাত্রীদেরও কিছু নিয়ম মেনে চলতে হয় এবং সতর্কও থাকতে হয়। নাহলে মুহূর্তের অসতর্কতার কারণে থেকে যায় বিপদের আশঙ্কাও।

মূলত, অনেক সময় কিছু যাত্রী ট্রেন ধরার সময় কিংবা ট্রেন থেকে নামার সময় তাড়াহুড়ো করেন। যার ফলে কখনও কখনও ঘটে হয় মর্মান্তিক দুর্ঘটনাও। আসলে, কখনোই চলন্ত ট্রেনে ওঠা উচিত নয় এবং চলন্ত ট্রেন থেকে নামাও উচিত নয়। এমতাবস্থায়, এবার রেল মন্ত্রকও এই বিষয়ে যাত্রীদেরকে সতর্ক করেছে।

করা হয়েছে একটি টুইট: ইতিমধ্যেই রেল মন্ত্রক এই প্রসঙ্গে একটি টুইটও করেছে। ওই টুইটের মাধ্যমে সবাইকে সতর্ক করেছে রেল মন্ত্রক। রেল মন্ত্রকের তরফে ওই টুইটের মাধ্যমে বলা হয়েছে, “নিরাপদে ভ্রমণের জন্য সর্বদা সতর্কতা অবলম্বন করুন। চলন্ত ট্রেনে ওঠা/নামা আপনার জন্য প্রাণঘাতী হতে পারে।”

প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবা দিতে এবং তাঁদের নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় রেলের তরফে। আর সেই কারণেই এবার চলন্ত ট্রেনে ওঠা-নামার ক্ষেত্রে যাত্রীদের সতর্ক করেছে রেল। এমতাবস্থায়, সবসময় মাথায় রাখতে হবে যে, ট্রেন থামার পরেই সেটি থেকে ওঠা-নামা করা উচিত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর