পশ্চিমবঙ্গে বাতিল ২ কোটি রেশন কার্ড! প্রায় ৩৫০০ কোটি টাকা বাঁচাল সরকার, আপনারটা আছে?

বাংলা হান্ট ডেস্ক: বড়সড় সাফল্য পেল রাজ্য (West Bengal)। চিহ্নিত একগুচ্ছ ভুয়ো রেশন কার্ড (Ration Card)। সংশ্লিষ্ট সূত্রে খবর, চলতি আর্থিক বছরে প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে রাজ্য। আর এতেই ব্যাপক অংকের টাকা সাশ্রয় হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, এ বছর অন্তত ৩৫০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে রাজ্যের।

রাজ্যে ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই। যদিও শুরুতে অনীহা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আধার যোগ পদ্ধতিকে মান্যতা দিয়েছে রাজ্য। আর এর পরেই উদ্ধার একগুচ্ছ ভুয়ো রেশন কার্ড। সাশ্রয় হল বিপুল অংকের টাকা।

ration card

সূত্রের খবর, যে সময় শুরু হয়েছিল ডিজিটাল রেশন কার্ড সেই সময় রাজ্যে রেশন কার্ডের সংখ্যা ছিল ১০ কোটি ৭০ লক্ষ্য। তবে ভুয়ো রেশন কার্ড বাতিল হওয়ার পর বর্তমানে রেশন কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৭৮ লক্ষের মতো। মৃত ব্যক্তির নামে রেশন তুলছিলেন অনেকেই, আবার এক ব্যক্তির নামে মিলেছে একগুচ্ছ রেশন কার্ড। সব মিলিয়ে কোটি টাকা সাশ্রয় হলো রাজ্যের।

উল্লেখ্য, একজন রেশনগ্রহীতা নিখরচায় প্রতি মাসে ৫ কিলোগ্রাম খাদ্য শস্যপান। প্রতিমাসে এক কিলোগ্রাম খাদ্য শস্যে সরকারের খরচ হয় কমবেশি ৩০ টাকা। সেই হিসেব অনুযায়ী প্রায় ২ কোটি কার্ড পিছু প্রতি মাসে রাজ্যের সাশ্রয় হল ৩০০ কোটি টাকা। অর্থাৎ বছরে প্রায় ৩৬০০ কোটি টাকা।

সূত্রের খবর, ২০২১-২২ আর্থিক বছরের তুলনায় ২০২২-২৩ আর্থিক বছরে খাদ্য দফতরের বাজেট বরাদ্দ কমেছিল প্রায় ৩২০০ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, খাদ্য ও সরবরাহের মতো গুরুত্বপূর্ণ দফতরে বাজেট বরাদ্দ কমানো কঠিন। তবে অনেকটাই কমেছে মূল খরচ। তবে গত বছরের তুলনায় এ বছর প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ বেড়েছে।

additiya

সম্পর্কিত খবর