জুতো থেকে রান্নার গ্যাস! ১ জুলাই থেকে দাম বাড়বে বহু জিনিসের, বিপদের পড়ার আগে দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন জিনিসপত্রের দামের পরিবর্তন লক্ষ্য করা যায় প্রতি মাসে। প্রতিমাসেই পরিবর্তিত হয় সাধারণ জিনিসপত্রের পাশাপাশি ব্যবহারিক জিনিসপত্রের মূল্য। সেই রকম ভাবেই আগামী পয়লা জুলাই থেকে পরিবর্তন আসতে চলেছে ক্রেডিট কার্ড, টোল ট্যাক্স, জুতো, রান্নার গ্যাস সহ ৬ টি ক্ষেত্রে। এই নিয়মের ফলে কতটা চাপ পড়বে আপনার পকেটে সেটা আগে থেকেই জেনে নিন।

• বর্তমানে প্রতি মাসেই গ্যাসের দাম পরিবর্তিত হচ্ছে। ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাসের দাম কম পরিবর্তিত হলেও, প্রায় নিয়মিত দাম পরিবর্তন হচ্ছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের। জুলাই মাসে বাণিজ্যিক গ্যাসের দামে ফের একবার পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।

• আগামী পয়লা জুলাই থেকে পরিবর্তন আসতে পারে সিএনজি এবং পিএনজির দামে।

• আগামী জুলাই মাস থেকে পরিবর্তন আসছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি স্টাডিতে। নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। সরকারের নতুন স্কিমে উপকৃত হবেন লক্ষ লক্ষ পড়ুয়া।

• আগামী মাস থেকে নতুন নিয়ম বলবৎ হতে পারে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে। জানা যাচ্ছে আগামী মাস থেকে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করলে তাতে বসতে পারে টিসিএস। বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে সাত লক্ষ বার তার অধিক টাকার ক্রয় করলে গ্রাহককে দিতে হবে ২০% টিসিএস।

pension money

 

• আগামী মাস থেকে টোল ট্যাক্স এর পরিবর্তন ঘটতে চলেছে দিল্লি-দেরাদুন হাইওয়ের সিভায়া টোল প্লাজায়। টোল ট্যাক্স বৃদ্ধি করা হবে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত যানবাহন এবং ভারী যানবাহনের ক্ষেত্রে।

• দেশে নিম্নমানের চটি, জুতো তৈরি এবং বিক্রি নিষিদ্ধ হতে চলেছে আগামী ১লা জুলাই থেকে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে গুণগতমান বজায় রেখে কেন্দ্রীয় সরকার প্রস্তুতকারী সংস্থাগুলিকে জুতো প্রস্তুত করার নির্দেশ দিয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর