বাংলা হান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য দারুন খবর। একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। সম্প্রতি সংস্থা তরফে এই বিষয়ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, এনআইএ-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় মোট ২৬১টি শূন্যপদে নিয়োগ (Recruitment) করা হবে।
কেন্দ্রীয় সিভিল অ্যাভিয়েশন মন্ত্রক, কেন্দ্রীয় মৎস্য, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি-র মতো বিভাগ, কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকে করা হবে নিয়োগ।
অন্যদিকে, খনি মন্ত্রক, কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ এবং জলপথ মন্ত্রক, চণ্ডীগড়ের সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল-এর বিভিন্ন বিভাগে যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ।
জানিয়ে রাখি, উপরে উল্লেখিত সমস্ত পদেই নিযুক্তদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। পাশাপাশি পদ অনুযায়ী, প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০/৩৫ / ৫০ বছর হতে হবে। সমস্ত পদে আবেদনের জন্য আবেদনের শেষ দিন আগামী ১৩ জুলাই।
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতা বিভিন্ন। এই বিষয়ে বিশদে জানতে মূল বিজ্ঞপ্তি দেখেনিন। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন। আবেদনের জন্য আবেদনকারীকে ২৫ টাকা জমা দিতে হবে (সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে)। কমিশনের ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীরা পছন্দ অনুযায়ী পদে আবেদন জানাতে পারেন।