বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই (BCCI) আগামী তিন বছরের জন্য ভারতীয় দলের প্রধান স্পনসর হিসাবে ভারতের সবচেয়ে বড় ফ্যান্টাসি স্পোর্টস গেমিং প্ল্যাটফর্ম হিসাবে পরিচিত সংস্থা ‘ড্রিম ইলেভেন’-এর Dream11 সাথে চুক্তি গড়লো। আগামী তিন বছরে ভারতীয় ক্রিকেট দলের জন্য ৩৫৮ কোটি টাকা দেবে এই সংস্থা। চলতি জুলাই মাসে ভারতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজেদের যাত্রা শুরু করবে, তখন থেকে ভারতের জার্সিতে স্পনসর হিসাবে এই সংস্থার লোগো দেখা যাবে, এটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ সার্কেলে রোহিত শর্মাদের প্রথম সিরিজ।
ড্রিম ইলেভেন নিজেদের ফ্যান্টাসি স্পোর্টস গেমিং সাইট হিসাবে পরিচয় দিলেও অনেকেরই এই ব্যাপারটি সঙ্গে দ্বিমত রয়েছে। তারা মনে করেন যে গেমিং সাইটের আড়ালে আসলে এটি একটি বেটিং সাইট। যদিও সেই দাবিকে ড্রিম ইলেভেন নাকচ করে দেয় একটি বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে। তাদের সেই দাবি শুনলে আশ্চর্য হবেন আপনিও।
ড্রিম ইলেভেন দাবি করে যে বেটিংয়ের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। কারণ বেটিংয়ে মানুষরা পয়সা পয়সা লাগান কোনও একটি ঘটনার সম্ভাবনার ওপর আন্দাজ করে। মাথা খাটানোর খুব বেশি প্রয়োজন হয় না সেখানে। কিন্তু ড্রিম ইলেভেনে আপনাকে একটি ১১ জনের দল গঠন করার সময় তাদের পূর্ববর্তী পারফরম্যান্স, বর্তমান ফর্মের মতো অনেক বিষয় মাথায় রেখে তারপর টাকা লাগাতে হয়। এখানে স্কিলের অত্যন্ত বেশি প্রয়োজন বলে দাবি করে থাকেন অনেকেই।
আপাতত ভারতীয় সমর্থকরা অপেক্ষা করছেন ভারতীয় দলের মাঠে ফেরার। ক্যারিবিয়ান সফরের জন্য দলের বেশিরভাগ ক্রিকেটাররাই পৌঁছে গিয়েছেন নির্দিষ্ট জায়গায়। শুধুমাত্র রোহিত শর্মা এবং বিরাট কোহলি যারা পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন, তারাই এখনও শিবিরে যোগ দেননি।
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেট-রক্ষক), ইশান কিষাণ (উইকেট-রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র অশ্বিন। জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি