বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহে ফের রক্তাক্ত হল বাংলা। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আর মাত্র তিনদিন বাকি। রাজনৈতিক মহলে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। আর এরই মধ্যে রণক্ষেত্রের রূপ নিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা (Deganga)। তৃণমূল কর্মীর (TMC Worker) স্কুল পড়ুয়া ছেলেকে (School Boy) বোমা মেরে খুন। এরই প্রতিবাদে চলল ভাঙচুর। অভিযুক্তদের বাড়িতে জ্বালিয়ে দেওয়া হল আগুন।
আর কী জানা যাচ্ছে? স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১১টা নাগাদ সভা থেকে ফিরছিল তৃণমূল কর্মীরা। সেই সময় আইএসএফ কর্মীরা নির্দল প্রার্থীর সমর্থনে মিছিল করে যাচ্ছিল। সেখান থেকে তৃণমূল কর্মীদের মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ে আইএসএফ (ISF)।
পাশাপাশি এলাপোথাড়ি গুলিও চালানো হয় বলেও অভিযোগ ওঠে। ক্রমশ্য উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর মিছিলে থাকা এক তৃণমূল কর্মীর ছেলেকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বোমার আঘাতে মৃত্যু হয় স্কুল পড়ুয়া ওই কিশোরের। শুধু বোমাই নয়, ওই বালকের ওপর কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে দাবি।
বোমা ও গুলি লাগায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে একাদশ শ্রেণির ওই ছাত্র। এরপর তড়িঘড়ি তাকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় তাঁর। হামলার অভিযোগ উঠেছে সিপিএম-আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থীদের বিরুদ্ধে।
ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে বলে খবর মিলেছে। ভায়াবহ ঘটনার পর গতকাল রাতেই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যাফ। বর্তমানে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।