বুমরা, শামির থেকেও মারাত্মক পেসার হাতে পেলো ভারত! রোহিতদের সামনে কাঁপবে বিপক্ষের হাঁটু

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ (ODI World Cup 2023) যত এগিয়ে আসছে ততই ভারতীয় ক্রিকেট সমর্থকদের উৎকণ্ঠা বেড়ে উঠছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটের কারণে এখনও মাঠের বাইরে রয়েছেন। তাদের মধ্যে অনেককে ছাড়াই হয়তো শেষপর্যন্ত মাঠে নামতে হবে ভারতীয় দলকে (Indian Cricket Team)। তার মধ্যে সবচেয়ে বেশি যাকে নিয়ে ভারতীয় সমর্থকদের চিন্তা তিনি হলেন তারকা পেসার যশপ্রীত বুমরা।

দীর্ঘ এক বছর পিঠের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন তারকা ভারতীয় পেসার। নতুন বল হাতে তিনি যেমন উইকেট তুলতে সক্ষম ছিলেন, ঠিক তেমনই ডেথ ওভারেও ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। তবে ডেথ ওভারে এখনও তার বিকল্প খুঁজে না পেলেও নতুন বল হাতে তার চেয়েও মারাত্মক এক বোলার হাতে রয়েছে রোহিত শর্মার। আর সেই বোলার হলেন মহম্মদ সিরাজ।

গত দুই বছরে নতুন বল হাতে উইকেট তোলাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন এই ভারতীয় পেসার। যে কোনও ফরম্যাটে, যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে, তারকা ওপেনারদের ড্রেসিংরুমে ফেরানোটা তার কাছে যেন নেশা হয়ে গিয়েছে। বিশ্বকাপে তার এই ক্ষমতা যে রোহিত শর্মার অত্যন্ত কাজে লাগবে সেই নিয়ে কোনও সন্দেহ নেই।

siraj kohli

তিনি যে এই বিষয়ে বাকি ভারতীয় পেসারদের চেয়ে কতটা এগিয়ে সেটা প্রমাণ করা যাবে শুধুমাত্র একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে। ২০২০ সাল থেকে পাওয়ার প্লে চলাকালীন ওডিআই ফরম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকদের তালিকা সকলের সামনে তুলে ধরা হলো:

৫. হার্দিক পান্ডিয়া: ৪ উইকেট (১২ ম্যাচ)
৪. যশপ্রীত বুমরা: ৫ উইকেট (১৪ ম্যাচ)
৩. মহম্মদ শামি: ৭ উইকেট (১৭ ম্যাচ)
২. দীপক চাহার: ৮ উইকেট (৯ ম্যাচ)
১. মহম্মদ সিরাজ: ২৬ উইকেট (২৩ ম্যাচ)

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর