যেমন কথা তেমন কাজ! নির্বাচন কমিশনের দফতরে তালা ঝুলিয়ে দিলেন শুভেন্দু! তারপর…

বাংলা হান্ট ডেস্ক : হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন আগেই। নন্দীগ্রাম (Nandigram) থেকে কমিশনের দফতরে আসছেন তিনি। একটা কিছু করেই ছাড়বেন আজ। যেমন কথা তেমন কাজ। আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নির্বাচন কমিশনের দফতরে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। শুধু তাই নয়, একতলায় রাজীব সিনহার ঘরে বেশ কিছুক্ষণ চিৎকার চেঁচামেচির পর কমিশনের মূল ফটকে সত্যিই তালা মেরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পঞ্চায়েত নির্বাচনের (WB panchayat election) ভোটগ্রহণ পর্ব সবেমাত্র শেষ হয়েছে। কিন্তু এখনও শান্ত হয়নি রাজ্য। রাজ্যজুড়ে চরম হিংসা, অশান্তি, বোমাবাজির খবর উঠে আসছে। ইতিমধ্যেই ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন দুপুরেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতোই নন্দীগ্রামে সাংবাদিক বৈঠক শেষে নির্বাচন কমিশনের অফিসে এসে হাজির হন শুভেন্দু ও তাঁর অনুগামীরা।

   

এদিন দফতরে ঢুকেই স্লোগান তোলেন শুভেন্দুরা। প্রথমে কমিশনের অফিসের দোতলায় উঠে যান বিরোধী দলনেতা ও তাঁর সঙ্গীরা। সেখানে গিয়ে কনফারেন্স রুমের দরজায় ধাক্কা মারতে শুরু করেন। পরে পুলিস তাঁদের জানান, রাজীব সিনহার ঘর এক তলায়। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন শুভেন্দু।

suvendu 2

চিৎকার করে তিনি বলতে থাকেন, ‘আগে থেকে বলেননি কেন? ইয়ার্কি মারছেন? আপনার মমতার বেতন পান না। সরকারের পান।’ চরম কথা-কাটাকাটির পর শুভেন্দুরা একতলায় রাজীব সিনহার ঘরে এসে পৌঁছন। ঘরের ভিতর থেকে তুমুল চিৎকার-চেঁচামেচি শব্দ ভেসে আসছিল বলে জানা যাচ্ছে।

কিছুক্ষণ পরই ঘর থেকে বেরিয়ে কমিশনের মেন গেটে তালা মেরে দেন শুভেন্দু। সেই নিয়ে তুমুল হইচই শুরু হয়। অবশ্য তালা লাগানোর কিছুক্ষণের মধ্যেই সেই তালা খুলে ফেলে পুলিস।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর