ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত BJP প্রার্থীর পাশে শুভেন্দু, নন্দীগ্রামে নিলেন বড় পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ছিল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আজ পুনর্নির্বাচন (Panchayat Election Repoll)। মাঝে একটা গোটা দিন পেরিয়ে গেলেও অশান্তি-হিংসা অব্যাহত। উত্তর থেকে দক্ষিণ, জেলা বদলাতেও অশান্তির চিত্রটা কিন্তু একই। আর এবার শুভেন্দু গড়ে বিজেপি প্রার্থীর (BJP Candidate) ওপর হামলার অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের (Trinamool Congress) দিকে।

সূত্রের খবর, গতকাল নন্দীগ্রাম (Nandigram) ২ নম্বর ব্লকের ভেটুরিয়া উত্তর বিধান ১২২ নং বুথের গ্রাম পঞ্চায়েত প্রার্থী নমিতা কোয়েল পাত্রর বাড়িতে ঢুকে দেদার হামলা চালায় শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা। প্রার্থীর ওপর হামলা দেখে তাকে বাঁচাতে যায় দলেরই এক সমর্থক। অভিযোগ, সেই বিজেপি কর্মীর ওপরও অকথ্য অত্যাচার চালায় দুষ্কৃতী বাহিনী। হামলার জেরে গুরুতর আহত হন ওই বিজেপি প্রার্থী ও সমর্থক।

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে খবর পৌঁছলে রবিবার রাতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান তিনি। জখমদের সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক। শুধু তাই নয় আহতদের কলকাতার বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন শুভেন্দু।

রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু বলেন, “কোনও ধরনের নির্বাচন করার যোগ্যতাই নেই এই নির্বাচন কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল হয়ে গিয়েছে সব। যেরকম নির্দেশ দেওয়া হবে, সেরকম কাজ করবে। মেরুদণ্ড বলে কিছু নেই এদের। ”

suvendu mamata

বিরোধী দলনেতার অভিযোগ, “একের পর এক জায়গাতে আমাদের কর্মী প্রার্থীদের ওপর হামলা হচ্ছে, কিন্তু পুলিশ সব দেখে শুনে ঘুমোচ্ছে। কোনও ভুমিকাই নেই প্রশাসনের”। মমতা সরকারের হাতে প্রচুর মানুষের রক্ত লেগে রয়েছে বলেও মন্তব্য করেন শুভেন্দু।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর