‘দারুণ ভোট করিয়েছেন’ ….কালো গোলাপ, মিষ্টি নিয়ে জয়েন্ট বিডিওকে অভিনব ‘শুভেচ্ছা’ শুভেন্দুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় এবার অভিনব ভাবে প্রতিবাদ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। জয়েন্ট বিডিওকে কালো গোলাপ ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে অভিনব ‘শুভেচ্ছা’ জানালেন তিনি। পঞ্চায়েত নির্বাচন ও নির্বাচন পরবর্তী সন্ত্রাসে বারবার সরকারকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এবার অভিনব প্রতিবাদ জানাতে শুভেন্দু অধিকারী সোমবার হাজির হয়েছিলেন হাওড়ার পাঁচলার বিডিও অফিসে। কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন না বিডিও। তাই বিরোধী দলনেতা জয়েন্ট বিডিওকে (Joint Block Development Officer) কালো গোলাপ ও মিষ্টি তুলে দিয়ে কটাক্ষ করে বলেন, “খুব ভালো ভোট করিয়েছেন বিডিও সাহেব। ভালো ভোট করিয়ে তৃণমূলকে আবার ক্ষমতায় এনেছেন। তাই এই উপহার।”

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যদিও পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দুকে। কুণালের বক্তব্য, শুভেন্দু ছবির রাজনীতি করছেন। কুনাল বলেছেন, “শুভেন্দু চাইছেন রাজ্যে 355 ধারা জারির মঞ্চ প্রস্তুত করতে। রক্তের রাজনীতি চাই ওর। এটা শুধু ছবি তোলার রাজনীতি। ” এদিকে,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সকালে পৌঁছে যান হাওড়ার পাঁচলায়।

সেখানে গিয়ে তিনি কথা বলেন পুলিশের সাথে। এরপর বিডিও অফিসে উপস্থিত হন বিরোধী দলনেতা। বিডিও উপস্থিত না থাকায় তিনি কথা বলেন জয়েন্ট বিডিওর সাথে। তার হাতে কালো গোলাপ ও মিষ্টির বাক্স তুলে দিয়ে অভিনব প্রতিবাদ জানান তিনি। তারপর শুভেন্দুর বক্তব্য, এই উপহারের অভিযান শুরু হল পাঁচলা থেকে। এই উপহার এবার দেওয়া হবে রাজ্যের বিভিন্ন বিডিওদের।

suvendu adhikari bjp

শুভেন্দুর কথায়, “যেভাবে বিডিও ভোট করিয়াছেন তাতে ক্ষমতায় এসেছে নির্মমতার সরকার। তাই এই ছোট্ট উপহার দিলাম।” যদিও জয়েন্ট বিডিওর দাবি, আমরা নিরপেক্ষভাবে ভোট করার চেষ্টা করেছি। কিছু জায়গা থেকে অশান্তির খবর এসেছে, আমরা ব্যবস্থা নিয়েছি। যদিও শুভেন্দুর এই অভিনব প্রতিবাদকে পাল্টা খোঁচা দিতে ছাড়েননি কুনাল ঘোষ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X