ইনি হলেন পশ্চিমবঙ্গের মুকেশ আম্বানি! অবাক করবে তাঁর মোট সম্পদের পরিমাণ, জেনে নিন পরিচয়

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ধনকুবের হলেন ইলন মাস্ক (Elon Musk)। পাশাপাশি, ভারতের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন মুকেশ আম্বানি (Mukesh Ambnai)। কিন্তু, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে, পশ্চিমবঙ্গের (West Bengal) সবথেকে ধনী ব্যক্তির নাম কি? সেক্ষেত্রে এই উত্তর অনেকেরই অজানা। তবে বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। শুধু তাই নয়, আমাদের রাজ্যের শ্রেষ্ঠ ধনকুবেরের পরিচয় জানলে অবাক হবেন সকলেই।

মূলত, শ্রী সিমেন্টের (Shree Cement) চেয়ারম্যান বেনু গোপাল বাঙ্গুর (Benu Gopal Bangur) ভারতের অন্যতম ধনী ব্যক্তি তথা পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হন। বেনু গোপাল বাঙ্গুর ১৯৩১ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং বর্তমানে ৯২ বছর বয়সে তিনি ভারতের অন্যতম প্রবীণ বিলিয়নেয়ার। উল্লেখ্য যে, বেনু গোপাল কলকাতার একটি মাড়োয়ারি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। পাশাপাশি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা করেছিলেন।

১৯ শতকের শেষের দিকে এই ব্যবসায়িক সাম্রাজ্য শুরু করেছিলেন বেনু গোপাল বাঙ্গুরের ঠাকুর্দা মুঙ্গি রাম বাঙ্গুর। তিনি একজন স্টক ব্রোকার ছিলেন। ১৯৯১ সালে, ব্যবসাটি বলভদ্র দাস বাঙ্গুর, নিবাস বাঙ্গুর, কুমার বাঙ্গুর, বেনু গোপাল বাঙ্গুর (মুঙ্গি রামের নাতিরা) ও লক্ষ্মী নিবাস বাঙ্গুর (রাম কুয়ারের নাতি)-এর মধ্যে পাঁচটি ভাগে বিভক্ত হয়েছিল।

এদিকে, ফোর্বসের মতে, গত ১৭ জুলাই, ২০২৩ পর্যন্ত বেনু গোপাল বাঙ্গুরের মোট সম্পদের পরিমাণ হল ৬.৭ বিলিয়ন ডলার বা প্রায় ৫৭,০০০ কোটি টাকা। উল্লেখ্য যে, বেনু গোপাল বাঙ্গুর কলকাতায় একটি রাজকীয় বাড়িতে থাকেন। তাঁর দুই সন্তানও রয়েছে। তাঁর ছেলে হরি মোহন বাঙ্গুর, আইআইটি থেকে স্নাতক হয়েছেন। তিনি ১৯৯০ সাল থেকে শ্রী সিমেন্টের দায়িত্ব নিয়েছেন।

জানিয়ে রাখি যে, শ্রী সিমেন্টের পথচলা ১৯৭৯ সালে শুরু হয়েছিল এবং বেনু গোপাল বাঙ্গুর এই বিশাল ব্যবসার বেশিরভাগ অংশের মালিক। এই কোম্পানিটি শ্রী আল্ট্রা জং রোধক, বাঙ্গুর সিমেন্ট এবং রকস্ট্রং নামে ব্র্যান্ডেড সিমেন্ট বিক্রি করে।

Meet the richest man in West Bengal

এদিকে, শ্রী সিমেন্ট অন্ধ্রপ্রদেশে একটি নতুন সিমেন্ট প্ল্যান্টে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে বলেও জানা গিয়েছে। বর্তমানে , শ্রী সিমেন্টের বাজার মূলধন হল প্রায় ৮৯,৭৫০ কোটি টাকা। শুধু তাই নয়, শ্রী সিমেন্ট বর্তমানে বাজারের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি। এমতাবস্থায়, এই কোম্পানিটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেনু গোপাল বাঙ্গুরের যথেষ্ট কৃতিত্ব রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর