সুরাপ্রেমীদের জন্য দুর্দান্ত খবর! এই ১৮টি এলাকায় মদের দোকান খুললেই হাফ দামে মিলবে লাইসেন্স

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে অ্যালকোহলের  ব্যবসা বেশ লাভজনক। তাই অনেকেই মদের দোকান খুলতে চান। সেই জন্য মদের দোকান (Liquor Shop) খোলার লাইসেন্সের চাহিদা চিরকালই বেশি। কিন্তু ভারতে মদের দোকানের লাইসেন্স পাওয়া সহজ কাজ নয়। এর ফলে দারুন প্রতিযোগিতা হয় মদের দোকানের লাইসেন্স পেতে গেলে। তবে দেশের ১৮ টি জায়গায় মদের দোকানের লাইসেন্সের জন্য কেউ আবেদন করেননি।

প্রথমত মদের দোকানের লাইসেন্স পেতে গেলে দরকার একাধিক ডকুমেন্টস ও নিয়ম এবং দ্বিতীয়ত সরকারের পক্ষ থেকে খুব কম সংখ্যক লাইসেন্স প্রদান করা হয়।  এমনকি ১৮ তম রাউন্ডের নিলামের পরেও এই ১৮ টি জায়গার মদের লাইসেন্স কেউ নিতে চাননি। ১৫ই মার্চ অনুষ্ঠিত হয়েছিল প্রথম নিলাম। ৯৫টি ভেন্ড বিডিংয়ের দেওয়া হয়েছিল সেখানে।

এই ঘটনাটি চন্ডিগড়ের। এই ১৮টি জায়গায় মদের লাইসেন্সের দর ৫০ শতাংশ পর্যন্ত কমানোরও সিদ্ধান্ত নেয় চণ্ডীগড়ের আবগারি ও কর বিভাগ। তবে জানা গেছে ১৮ তম রাউন্ডের শেষেও এই ১৮টি জায়গার লাইসেন্সের জন্য কেউ আবেদন করেননি।চন্ডিগড়ে মদের ব্যবসা খুব একটা লাভজনক নয়। একমুখী ট্যাক্স পরিকাঠামোকে এর জন্য অনেক সময় দায়ী করে থাকেন অনেকে।

LIQUOR 1

চণ্ডীগড়ের আবগারি ও কর বিভাগ সাতটি নিলাম করে ২০২২-২৩ সালে ৯৬ টি মদের দোকানের মধ্যে ৯৩ টি বিক্রি করতে পেরেছিল। ক্লার ওয়াইনের মালিক দর্শন সিং ক্লার কথায়, “এই পরিস্থিতির জন্য দায়ী শহরের আবগারি নীতি। আমি বুঝতে পারছি না তারা কেন এত নিলাম করতে মরিয়া। এগুলি এক্ষুনি বন্ধ করা উচিত ও মনোনিবেশ করা উচিত বর্তমান ভেন্ডগুলিতে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর