T-20 ও ODI-এর পরে এবার টেস্টেও ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! উচ্ছসিত সমর্থকরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন কয়েক মাসে একাধিকবার ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের মুখোমুখি হতে চলেছে ওডিআই ফরম্যাটে। গত বছর অর্থাৎ ২০২২ সালে দুই দল একাধিকবার টি-টোয়েন্টি ফরম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছিল। কিন্তু টেস্ট ফরম্যাটে প্রায় ১৫ বছর ধরে দুই দল একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পায় না। কিন্তু এবার সেই সম্ভাবনা সামনে উঠে এলো।

২০১৯ সাল থেকে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। দু বছর সময় বৃত্ত ধরে ঘরে ও বিদেশে একাধিক টেস্ট খেলে সর্বাধিক পয়েন্ট পার্সেন্টেজ থাকা দুটি দল একটি নির্দিষ্ট ভেন্যুতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়। গত দুই সংস্করণেই ভারতীয় দল ফাইনালে উঠেছিল। কিন্তু রোহিত বা বিরাট কারোর নেতৃত্বে তারা ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি।

এবার এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই ভারত এবং পাকিস্তানের দেখা হতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এই মুহূর্তে ২০২৩ থেকে ২০২৫ বৃত্তে আয়োজিত হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পয়েন্টস টেবিলে সবচেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান ও ভারত। তারা যদি এই পজিশন ধরে রাখতে পারে তবে ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হতেই পারে।

pt

যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের সংস্করণে ভারতীয় দল মাত্র দুটি ম্যাচ খেলেছে। সেখানে পাকিস্তান এখনো অবধি একটি ম্যাচ সম্পূর্ণ করেছে এবং সেটিতে তারা জয় পাওয়ায় তাদের পয়েন্ট পার্সেন্টেজ ১০০ শতাংশ। ভারত যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফলে জিতেছে তাই ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ৬৬.৬৭ শতাংশ।

যদিও এখনো দলগুলি বেশি ম্যাচ খেলেনি এবং এই পয়েন্ট তালিকায় অনেক উঠা নামা বাকি, তাও চলতে টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে এমন পয়েন্টস টেবিল দেখে এবার ক্রিকেট ভক্তরা আশাবাদী হচ্ছে যে হয়তো অদূর ভবিষ্যতে ভারত এবং পাকিস্তানকে টেস্ট ফরম্যাটেও একে অপরের মুখোমুখি হতে দেখা যেতে পারে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর