বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কোনও দেশের ক্রিকেটাররাই সাধারণত ধর্ম সংক্রান্ত বিষয়ে মন্তব্য করেন না। এর একমাত্র ব্যতিক্রম হল পাকিস্তান। সেই দেশের একাধিক ক্রিকেটের অতীতে ও বর্তমানে ধর্ম নিয়ে একাধিক মন্তব্য করে লোকের বিরাগভাজন হয়েছেন। একজন ক্রিকেট সমর্থক চান ক্রিকেটাররা শুধুমাত্র নিজেদের খেলাটি নিয়ে বেশি মনোযোগী থাকুক। তা না করে ধর্ম সংক্রান্ত ব্যাপারে আলোচনা করলে ভক্তদের ক্ষুব্ধ হওয়াটা কিছুটা স্বাভাবিক।
কিন্তু এই প্রতিবেদনে আমরা এমন এক বিতর্কিত পাকিস্তানি ক্রিকেটারের সম্পর্কে আলোচনা করতে চলেছে যিনি নানান বিষয়ে বিতর্কিত মন্তব্য করেও ধর্ম সংক্রান্ত ব্যাপারে একটি মন ছোঁয়া কাজ করে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন। মাঠের ভেতরে তিনি বরাবর ভারতীয় দলকে করা প্রতিদ্বন্দিতার মুখোমুখি ফেলেছেন। কিন্তু তার এই কাজটি প্রশংসা আদায় করেছিল ভারতীয় সমর্থকদের।
এই প্রতিবেদনে বলা হচ্ছে শাহিদ আফ্রিদির কথা। তিনি কতটা বিতর্কিত ক্রিকেটার সেই নিয়ে আলাদা করে বলার প্রয়োজন নেই। বিষয়ে তিনি একাধিকবার ভারতীয় দলের বা বিসিসিআইয়ের বিরুদ্ধে মন্তব্য করে সমালোচনা কুড়িয়েছেন। কিন্তু অতীতে তিনি এমন একটা কাজ করেছেন যা তার নিন্দুকদেরও প্রশংসা আদায় করেছিল।
করোনা কালে আফ্রিদি ত্রাণ সংগ্রহ করছিলেন বিভিন্ন জায়গায় দুঃস্থ বা অভাবী মানুষদের সাহায্যের জন্য। সেই সময় যুবরাজ সিং তারপর তুই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি আফ্রিদিকে ওই উদ্যোগে অর্থ সাহায্য করেছিলেন। যদিও জানা যায়নি যে ঠিক কোন পরিমাণ অর্থ যুবরাজ সেখানে দান করেছিলেন।
তার বদলে আফ্রিদি ১০,০০০ ইউএস ডলার দান করেছিলেন যুবরাজ সিং ক্যান্সার ফাউন্ডেশনে। আর যুবরাজ যে অর্থটি তাকে দান করেছিলেন সেই অর্থ দিয়ে তিনি পাশে দাঁড়িয়েছিলেন করাচিতে অবস্থিত লক্ষ্মী-নারায়ণ মন্দিরের। তার এই কাজটি চিরদিন মনে রাখবেন পাকিস্তানের হিন্দু অধিবাসীরা।