বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক হিসাবে কর্মরত ৯০৭ জনের নামের তালিকা (List of 907 Teachers) প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। এই শিক্ষকদের উত্তরপত্রে কারচুপি বা গরমিলের অভিযোগ উঠছিল।
কলকাতা হাইকোর্টে ববিতা সরকারের করা একটি মামলায় গত ৭ জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় যে ৫৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল তারা-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের উত্তরপত্র প্রকাশ করতে হবে কমিশনকে।
ববিতার করা অভিযোগের ভিত্তিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি উত্তরপত্রও প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তবে বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন এই ৯০৭ জন শিক্ষকের একাংশ।
তবে ডিভিশন বেঞ্চে মামলা উঠলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষকদের একাংশ। শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশের কিছু অংশে সুপ্রিম কোর্ট পরিবর্তন আনে। উত্তরপত্র প্রকাশের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। সুপ্রিম কোর্ট জানায়, ওএমআর শিট জনসমক্ষে না এনে মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে।
তবে উত্তরপত্র প্রকাশ বিষয় এক সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহ পরে শীর্ষ আদালতেই এই মামলার পরবর্তী শুনানি হবে।
যদিও হাইকোর্টের নামের তালিকা প্রকাশের নির্দেশে কোনও নিষেধাজ্ঞা দেয়নি সুপ্রিম কোর্ট। এরপরেই বুধবার স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের তরফে ৯০৭ জনের নাম এবং রোল নম্বর প্রকাশ করা হয়েছে। এরপর এই ৯০৭ জনের চাকরির ভবিষ্যত কী সেটাই দেখার।