সাকিবের বোলিংয়ের মাঝেই মাঠে সাপ! ‘বাংলাদেশের প্লেয়ার?’ ভিডিও দেখে প্রশ্ন দীনেশ কার্তিকের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেট মাঠে খেলা চলাকালীন সাপ ঢুকে পড়ার ঘটনা খুব একটা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত বছর আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারতের একটি আন্তর্জাতিক ম্যাচ চলার সময় এমন ঘটনা ঘটেছিল। এবার ঠিক একই ঘটনা ঘটলো শ্রীলঙ্কার ‘লঙ্কান প্রিমিয়ার লিগে’। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

এলপিএলে আজ ম্যাচ ছিল ডাম্বুলা আওড়া বনাম গ্যালে টাইটান্সের। দ্বিতীয় ইনিংসে সেই রান তারা করার সময় ডাম্বুলার বিরুদ্ধে বোলিং করতে এসেছিলেন সাকিব। কিন্তু তিনি প্রথম বলটি করার আগেই আচমকা থমকে যান। তারপর মাঠে উপস্থিত বাকি ক্রিকেটারদের আঙ্গুল দিয়ে একটি বিশেষ দিকে দেখান।

সেই দিকে তাকিয়ে মাথা ঘুরে যায় বাকি ক্রিকেটারদের। টিভি স্ক্রিনেও ফুটে উঠে একটি নাগদেবীর মৃদুমন্দ চালের দৃশ্য। প্রায় ছয় ফুট লম্বা সাপটি নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে মাঠের ভেতর। ফলে ক্রিকেটাররা ভয় পেয়ে খেলা স্থগিত করে ফেলেন। এরপর ফোর্থ অফিসিয়াল এসে সাপটির দিকে এগিয়ে যান এবং সাপটিও নিজেকে বাঁচাতে ধীরে ধীরে বাউন্ডারি লাইনের দিকে এগিয়ে যায়। শেষে ক্রিকেটারদের কিট ব্যাগের পাশ কাটিয়ে সেটি আশ্রয় নেয় একটি ফ্রিজের তলায়।

এই ভিডিওটি বাকি সকলের মত ভাইরাল হওয়ার পর চোখে পড়েছিল ভারতীয় তারকা দীনেশ কার্তিকের। তিনি নিজের পোস্টে এই দৃশ্যটি নিয়ে খোঁচা মেরেছেন বাংলাদেশ ক্রিকেটারদের। তিনি প্রশ্ন করেছেন, “নাগিনের প্রত্যাবর্তন, আমি ভেবেছিলাম, মাঠের মধ্যে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি একজন বাংলাদেশের ক্রিকেটার।”

twt dk

২০১৮ সালে আয়োজিত নিহাদাস ট্রফির কথা অনেকেরই মনে থাকবে। বারংবার ওই ট্রফি চলাকালীন ম্যাচ জেতার পর নাগিন ডান্সের ভঙ্গিতে নৃত্য করেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু ফাইনালে তারা সেই সুযোগ পাননি কারণ দীনেশ কার্তিক ৮ বলে ২৬ রানের একটি মারাত্মক ইনিংস খেলে এবং শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশের হাত থেকে জেতা ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন। তাই সাত দিনেশ কার্তিক এবং বাংলাদেশে সবই একে অপরের সঙ্গে সম্পর্কিত এমনটা বলেই যায়।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর