“রোহিতের দোষ নেই, আসল দোষ…..” হিটম্যানের পাশে দাঁড়াতে গিয়ে ধোনি ও BCCI-কে খোঁচা যুবরাজের!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কিছু সময় ধরে প্রবল সমালোচনার সম্মুখীন হচ্ছেন বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বিরাট কোহলির জায়গায় যখন হিটম্যানকে অধিনায়ক হিসেবে আনা হয়েছিল, তখন সমর্থকদের তাকে ঘিরে ছিল পাহাড় প্রমাণ প্রত্যাশা। কিন্তু সেই কোন প্রত্যাশাই পূরণ হয়নি রোহিতের ভারতীয় দলের (Indian Cricket Team) দ্বারা। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সব জায়গাতেই ব্যর্থ হয়েছে ভারত।

এরপর থেকে অনেকেই রোহিত শর্মাকে একজন অসফল অধিনায়ক হিসেবে দাগিয়ে দিয়েছেন। যত দ্রুত সম্ভব ভারতের অধিনায়কত্বের বদল ঘটালে ভারতীয় ক্রিকেটের উপকার হবে বলে অনেকের ধারণা। কিন্তু এই ধারণার সঙ্গে একমত হচ্ছেন না প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার এবং বিশ্বকাপ জয়ী তারকা যুবরাজ সিং।

yuvraj rohit

নিজের সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনির মতো অধিনায়কদের হাতের তুরুপের তাস ছিলেন তিনি। ফলে একজন অধিনায়ক কে কিভাবে সাফল্য এনে দিতে হয় সেই ব্যাপারে অত্যন্ত স্পষ্ট ধারণা রয়েছে এই প্রাক্তন তারকা অলরাউন্ডারের। তাই বাকিরা যখন রোহিতের দিকেই বন্দুক তাক করেছেন, তখন সম্পূর্ণ অন্যরকম মত প্রকাশ করলেন যুবি।

তিমি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, “সকলেই ধোনির সঙ্গে রোহিতের অধিনায়কত্বের তুলনা করছেন। কোনও সন্দেহ নেই যে ধোনি একজন দক্ষ অধিনায়ক ছিলেন। কিন্তু একজন অধিনায়ক হিসেবে যেমন অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষ ক্রিকেটারদের দিয়ে ভরা দল পেয়েছিলেন তিনি, সেটা কি রোহিত শর্মা পেয়েছে?”

তার এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভক্তদের মধ্যে। অনেকের মতে রোহিত শর্মার পাশে দাঁড়াতে গিয়ে পরোক্ষে তিনি ধোনির অধিনায়কত্বকে ছোট করলেন এই বলে যে মাহি সফলতা পেয়েছেন কারণ তার হাতে একটা ভালো দল ছিল। আবার অনেকে বলছেন এই রকম মন্তব্য করে তিনি বিসিসিআই একটি সফল দল গঠন করে রোহিতের হাতে তুলে দিতে ব্যর্থ হয়েছে সেই দিকেই ইঙ্গিত করেছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর