বাংলাহান্ট ডেস্ক : কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউয়ের (Interview) প্রশ্ন ও উত্তর বেশ ট্রেন্ডে আছে। এই প্রশ্নগুলি একদিকে যেমন বুদ্ধিমত্তার, অন্যদিকে বেশ মজার। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা থেকে বেসরকারি চাকরির ইন্টারভিউ রাউন্ডে এই ধরনের অবজেক্টিভ প্রশ্ন এসে থাকে। বর্তমান সময়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
ইন্টারভিউ রাউন্ডে পাশ করলেই আমাদের চাকরি নিশ্চিত হয়। কিন্তু ইন্টারভিউ রাউন্ডের প্রশ্নকর্তারা আমাদের এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন যা অনেক সময় আমাদের কাছে অবাস্তব বলে মনে হয়। কিন্তু সেই সব প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে আপনারা ইন্টারভিউ রাউন্ডে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন। আজ আমরা এমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
১) প্রশ্নঃ ভারতে ডাকটিকিট কে প্রবর্তন করেন?
উত্তরঃ লর্ড ডালহৌসি (১৮৫২ সালে)।
২) প্রশ্নঃ ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কোন উদ্দেশ্যে?
উত্তরঃ হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য
৩) প্রশ্নঃ হিমালয় পর্বত শ্রেণী কোন ধরনের পর্বত?
উত্তরঃ নবীন ভঙ্গিল পর্বত।
৪) প্রশ্নঃ পারমাণবিক শক্তি কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়?
উত্তরঃ আইনস্টাইনের সূত্র।
৫) প্রশ্নঃ বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ অর্থাৎ ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল?
উত্তরঃ ইংরেজি ১৭৭০ সাল আর বাংলা ১১৭৬ সাল।
৬) প্রশ্নঃ ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়?
উত্তরঃ আলেকজান্ডার ক্যানিং হাম কে।
৭) প্রশ্নঃ সবচেয়ে ছোট শ্বেত কণিকা কোনটি?
উত্তরঃ লিম্ফোসাইট।
৮) প্রশ্নঃ চৌথ ও সরদেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেন?
উত্তরঃ ছত্রপতি শিবাজী।
৯) প্রশ্নঃ পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থটি ব্যবহার করা হয়?
উত্তরঃ সিসা।
১০) প্রশ্নঃ ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল কোনটি?
উত্তরঃ দাক্ষিণাতের লাভা গঠিত অঞ্চল।
১১) প্রশ্নঃ ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায়?
উত্তরঃ ১৮৫৮ সালে।
১২) প্রশ্নঃ ভারতের কোন পৌর বসতির জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে তাকে কি বলা হয়?
উত্তরঃ প্রথম শ্রেণীর শহর বা নগর বলা হয়।
১৩) প্রশ্নঃ ভারতের কোথায় সর্বাধিক লাক্ষা উৎপাদন হয়?
উত্তরঃ ঝাড়খণ্ড।
১৪) প্রশ্নঃ কে পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টে নিজের বক্তব্য রাখতে পারেন?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল।
১৫) প্রশ্নঃ কোন দোকানে খরিদ্দার না এলে দোকানদার বেশি খুশি হয়?
উত্তরঃ রেশন দোকানে।