বাংলাহান্ট ডেস্ক : বাঙালির কাছে সমুদ্র ভ্রমণ মানে দীঘা কিংবা পুরী। হাতে কয়েকদিনের ছুটি পেলে আমরা পরিবার বা বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে ঘুরতে চলে যাই ঘরের কাছের এই সৈকতগুলিতে। কিন্তু একঘেয়ে সমুদ্র আর কতবারই বা ভালো লাগবে? তাই অনেকেই রয়েছেন যারা স্বাদ পরিবর্তন করতে চান।
আজকে আমরা তাই নিয়ে এসেছি এক অন্য ধরনের সৈকতের কথা। ভিন রাজ্যে অবস্থিত এই সমুদ্র সৈকত একেবারে অন্যরকম। এখানে গেলে আপনারা আনন্দ নিতে পারবেন একাধিক জিনিসের। দীঘা-পুরী থেকে অনেকটাই আলাদা এখানকার সৈকত। চলুন আজ আমরা জেনে নেব মহারাষ্ট্রের (Maharashtra) তারকারলি বিচ (Tarkarli Beach) সম্পর্কে।
আরোও পড়ুন : শহর কলকাতাতেই ঘুরে বেড়াচ্ছে অশরীরী আত্মা! রাতে এইসব জায়গায় গেলেই হাড় হিম হয়ে যাবে
এই এলাকায় সারা বছরই মনোরম আবহাওয়া থাকে। তবে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে ঘুরতে যাওয়ার আদর্শ সময়। বছরের এই সময়টাতে গেলে পর্যটকরা স্নান করতে পারবেন সমুদ্রে। বাস্কিন বা সি বিচ হপিং এর মতো একাধিক জিনিসের আনন্দ নিতে পারবেন পর্যটকেরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তারকারলি বিচে আপনার জন্য কী কী অপেক্ষা করছে।
আরোও পড়ুন : সুখবর পর্যটকদের জন্য! আট বছর বন্ধ থাকার পর দার্জিলিংয়ের ফের চালু হচ্ছে এই পরিষেবা
স্কুবা ডাইভিং : অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এখানে রয়েছে স্কুবা ডাইভিং এর ব্যবস্থা। তারকারলি সমুদ্র সৈকতে পর্যটকেরা স্কুবা ডাইভিং এর আনন্দ নিতে পারবেন খুব ভালোভাবে।
কলা বোট রাইড : কলা বোটে করে পর্যটকেরা সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে পারবেন।
জেট স্কিইং : জেট স্কিইং এর ব্যবস্থাও রয়েছে এখানকার সমুদ্রে।
এখানে ঘুরতে এলে পর্যটকেরা ডলফিন সাফারি, বিচ হপিং এর মতো অভিজ্ঞতাও নিতে পারবেন। এই সমুদ্র সৈকতে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি। এই সৈকতটি পশ্চিম ঘাট এর কাছাকাছি হওয়ায় অনেক সবুজ গাছপালা দেখা যায়। এর ফলে মালবার পাইড হর্নবিল, ব্ল্যাক লোরড টিট সহ নানান ধরনের পাখির সম্ভার রয়েছে এখানে।