বাংলা হান্ট ডেস্ক : বিচারব্যবস্থায় সদ্যই বড়সড় পরিবর্তন এসেছে। মহামান্য সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) তিন বিচারপতির (Judge) বদল ঘটতে চলেছে শীঘ্রই। এই তিনজন বিচারপতিকে দেশের তিন জায়গায় বদলির সুপারিশ করা হয়েছে সর্বোচ্চ আদালতের তরফে। কলকাতা হাইকোর্ট ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকেও মোট ২৫ জন বিচারপতিকে বদলির নির্দেশ দিয়েছে সুপ্রীম কোর্ট।
কাকে কোথায় বদলি করা হয়েছে : সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সেই তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখান থেকেই জানা যাচ্ছে যে, বিচারপতি বিবেক চৌধুরীকে পাটনা হাইকোর্টে, বিচারপতি শেখার ববি সরাফকে এলাহাবাদ হাইকোর্টে এবং এক বছর আগেই বিচারপতির দায়িত্ব নেওয়া লপিতা বন্দ্যোপাধ্যায়কে পঞ্জাব হরিয়ানা হাইকোর্টে বদলির সুপারিশ করা হয়েছে কেন্দ্রের কাছে।
অবশ্য শুধু বদলই নয়, বিচারব্যবস্থায় একচ্ছত্র ক্ষমতা দখল করে থাকা কলেজিয়ামের তরফে এলাহাবাদ থেকে এক বিচারপতিকে কলকাতায় আনার প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে দেশজুড়ে ২৫ জন বিচারপতির বদল নিয়ে সারাদেশের আইনজীবী মহলে তাই নিয়ে ব্যপক চর্চা চলেছে। বিশেষ করে কলকাতা হাইকোর্ট থেকে একইসাথে কলকাতা হাইকোর্টের তিনজনকে একসঙ্গে বদলির ঘটনা প্রায় নজির বিহীন।
আপাতত ঘটনার কারণ নিয়ে অনুসন্ধিৎসা বেড়েছে। বদলির কারণ নিয়ে আলোচনার মধ্যে জল্পনা তৈরি হয়েছে আদৌ এই সুপারিশ কার্যকর হবে কিনা। উল্লেখ্য, এর আগেও নিকট অতীতে হাইকোর্টের বিচারপতি বদলির সুপারিশ শেষ পর্যন্ত কার্যকর না হওয়ার উদাহরণও রয়েছে।
প্রসঙ্গত, জুলাই মাসেই দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি গৌরাঙ্গ কান্তকে কলকাতায় বদলির সুপারিশে সবুজ সংকেত মেলে কেন্দ্রের তরফে। রাষ্ট্রপতি ভবনের তরফে প্রেস রিলিজ করেই নির্দেশ জারি করা হয়। বিচারপতি পুনর্বিবেচনার আর্জি জানালেও কলেজিয়াম অনড় থাকায় বদলি হতেই হয়। সেবার দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন কর্মবিরতির ডাক দিলেও লাভ হয়নি। এখন দেখার এবার একইসাথে ২৫ বিচারপতির বদল হয় কিনা।