‘জুতো চাটালেন কংগ্রেস বিধায়ক, গায়ে প্রস্রাব করলেন DSP!’, ঘুষ না দেওয়ায় রাজস্থানের দলিত যুবককে নির্যাতন

বাংলা হান্ট ডেস্ক : তুলকালাম রাজস্থান (Rajasthan)। জয়পুর (Jaipur) জেলায়, এক দলিত ব্যক্তি অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক গোপাল মীনা (Gopal Meena) এবং জামওয়া রামগড়ের ডেপুটি পুলিস সুপার শিবকুমার ভরদ্বাজ তার উপর প্রস্রাব করেছেন। এমনকি তাকে তাদের জুতা চাটতেও বাধ্য করে লাঞ্ছিত করেছেন। এখানেই শেষ নয়, তাঁকে জাতিগত গালিগালাজও করা হয় বলে অভিযোগ।

কংগ্রেস বিধায়ক গোপাল মীনা এবং ডিএসপি ভরদ্বাজ সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর পরই গতকাল বৃহস্পতিবার নির্যাতিত রাজু প্রসাদ নায়েক সংবাদমাধ্যমকে জানান কংগ্রেস বিধায়ক তাকে মামলা প্রত্যাহার করতে এবং বিষয়টির ‘মীমাংসা’ করার জন্য হুমকি দিচ্ছেন।

পুলিস সূত্রে খবর অনুযায়ী, ৫১ বছর বয়সী রাজু প্রসাদ নায়েক টোডালারি আন্ধি গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে 30 জুন। সেদিন বিকেলে রাজু ও তার স্ত্রী খামারে কাজ করছিলেন তখন কয়েকজন পুলিস আধিকারিক সেখানে আসেন। পুলিস তাঁকে কংগ্রেস বিধায়ক গোপাল মীনার বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। ভুক্তভোগী আরও অভিযোগ করেন তাঁকে একটি ঘরে বন্দী করে রাখা হয়।

gopal meena 2

সেই ঘরের মধ্যেই পুলিস আধিকারিকরা তাঁকে নির্মমভাবে মারধর করে। তিনি আরও বলেন যে যখন তিনি হাত জোড় করে তাঁদের থামতে বলেন। তখন ডিএসপি ভরদ্বাজ তার উপর প্রস্রাব করেন। তাঁকে প্রশ্ন করা যে জামওয়া রামগড়ের কংগ্রেস বিধায়ককে ঘুষ না দিয়ে তিনি কীভাবে তাঁর খামারে প্রবেশ করার সাহস করলেন।

দলিত ভুক্তভোগী অভিযোগ করেছেন যে তাঁকে অন্য একটি হলে নিয়ে যাওয়া হয়। সেখানে বিধায়ক গোপাল মীনা তাঁর জুতা চাটতে এবং পরিষ্কার করতে বলেন। রাজুর আর কোনও উপায় ছিল না। জানা যাচ্ছে, রাজু তাঁর জিভ দিয়ে কংগ্রেস বিধায়কের জুতা পরিষ্কার করতে বাধ্য হন।

Sudipto

সম্পর্কিত খবর