বাংলাহান্ট ডেস্ক: স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলার জন্যই পরিচিত রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। দীর্ঘদিন ধরে বড়পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। ‘দিদি নাম্বার ওয়ান’ এর সঞ্চালনাকেই নিজের সবটুকু সময় দেন অভিনেত্রী। তবে বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামতও রাখতে দেখা যায় তাঁকে। বর্তমান প্রজন্মকে মাঝে মধ্যেই মন্তব্য করে থাকেন রচনা।
সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের রবিবারের পর্বে উপস্থিত ছিলেন বড়পর্দা তথা ছোটপর্দার নামী চার অভিনেত্রী। কথা, আড্ডার মাঝে ওঠে তরুণ প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের প্রসঙ্গ। এই প্রেক্ষিতে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, তিনি বিভিন্ন সিরিয়ালে তরুণ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন। সেই সূত্রে বলতে পারেন, এখনকার অভিনেত্রীদের মধ্যে ধৈর্য্যের খুব অভাব।
পোড়খাওয়া অভিনেত্রীর কথায়, এখনকার অভিনেতা অভিনেত্রীরা বড়ই ধৈর্য্য। দুদিন কাজ করতে না করতেই তাদের সব চাই। তাঁদের সময়ে এমনটা ছিল না। এখনকার অভিনেতা অভিনেত্রীরা সহজেই অনেক কিছু পেয়ে যায়, তাই হয়তো এত অধৈর্য্য। তাঁর কথায় সমর্থন জানান সৌমিলী বিশ্বাস, দেবযানী চট্টোপাধ্যায়রাও।
আরও পড়ুন: ভালবেসেও বলতে পারেননি কখনো, এই বিশেষ মানুষটার জন্যই ৪০ পেরিয়েও অবিবাহিত অম্বরীশ!
সোমার কথার রেশ ধরেই রচনা বলে ওঠেন, এখন অভিনেত্রীরা ‘ওয়ান সিরিয়াল ওয়ান্ডার’। একটা সিরিয়াল করেই খ্যাতির চূড়ায় উঠে যায় তারা। বেশি সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় না তাদের। রচনার এই মন্তব্য জল্পনার সৃষ্টি করেছে ইতিমধ্যেই।
আরও পড়ুন: আল্লাহর সঙ্গে নিজের তুলনা! আপন ধর্ম নিয়েই ফের বিষ্ফোরক তসলিমা
একটা সিরিয়াল করেই হিট বলতে কাকে বোঝালেন তিনি? মিঠাই থেকে জগদ্ধাত্রী কিংবা অনুরাগের ছোঁয়ার অভিনেত্রীরা সকলেই জনপ্রিয়তার শিখরে উঠেছেন একটা সিরিয়ালের মাধ্যমে। তবে রচনা কারোর নাম নেননি। এরপর অবশ্য অভিনেত্রী সুচিস্মিতা চৌধুরী তরুণ প্রজন্মের অভিনেত্রীদের হয়েই কথা বলেন।