বাংলা হান্ট ডেস্ক : অবশেষে প্রতিক্ষার অবসান। সদ্যই লঞ্চ হল Ola S1X ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)। কোম্পানির দাবি, পেট্রল চালিত স্কুটারের বাজার ধ্বংস করার জন্য যথেষ্ট এই একটা স্কুটার। কারণ এর আগে যতগুলি ই-স্কুটার ভারতে (India) লঞ্চ হয়েছে তার প্রায় সবকটিরই দাম মাত্রাতিরিক্ত। এমতাবস্থায় ওলার এই স্কুটারটির দাম ও মান সবটাই মধ্যবিত্তের হাতের নাগালে।
এইদিন নতুন দু চাকা লঞ্চ করার সময় জানালেন কোম্পানির সিইও ভাবিস আগারওয়াল বলেন, লোকে এবার পেট্রল স্কুটারের বদলে কিনবেন ইলেকট্রিক স্কুটার। এইমুহুর্তে Ola S1X এর 3টি ভেরিয়েন্ট বাজারে লঞ্চ করেছে। আজ থেকেই বুক করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটার। ডেলিভারি হতেও খুব বেশি দেরি করবেনা কোম্পানি। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাসে মাঝামাঝি সময় থেকেই ডেলিভারি শুরু হয়ে যাবে।
Ola S1X এর 3টি ভেরিয়েন্টের একটিতে রয়েছে 2kwh ব্যাটারি। দ্বিতীয়টিতে থাকবে একটি 3 kwh ব্যাটারি প্যাক। এবং তৃতীয় ভেরিয়েন্ট Ola S1X+ এ দেওয়া হয়েছে 4 kwh ব্যাটারি প্যাক। দামের কথা বললে, প্রথম দুটি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে – 79,000 টাকা (2 kwh) এবং 89,000 টাকা (3kwh)। এদিকে Ola S1X+ (4 kwh) এর দাম থাকবে 1,09,900 টাকা। সমস্ত মূল্য এক্স-শোরুম।
আরও পড়ুন : দাম মাত্র 8999 টাকা! মটোরোলার এই নতুন 8GB ব়্যামের স্মার্টফোনে ক্যামেরা কন্ট্রোল করবে AI
স্কুটারের ফিচার্স : এতে একবার ফুল চার্জ দিলে 152 কিলোমিটার সার্টিফায়েড রেঞ্জ পাবেন চালকেরা। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ থাকবে 90 কিমি প্রতি ঘণ্টা। শূন্য থেকে 40 কিমি গতি তুলতে স্কুটারটার সময় লাগে মাত্র 3.3 সেকেন্ড। Ola S1 Pro এর সমস্ত ফিচার্স-ই দেওয়া হয়েছে এই স্কুটারে। উল্লেখ্য, এই ই-স্কুটারের বুট স্পেস 34 লিটার। পেট্রল চালিত স্কুটারের সমানই বলা যায়।
আরও পড়ুন : Vi-র ধামাকাদার অফার, 50GB ডেটার সঙ্গে ১ বছরের রিচার্জ ফ্রি! এইভাবে নিন সুবিধা
Ola S1X ছাড়াও এদিন Ola S1 Pro এর দ্বিতীয় জেনারেশন স্কুটার লঞ্চ করেছে সংস্থাটি। সংস্থার দাবি, এই ই-স্কুটার যে কোনও পেট্রল স্কুটারকে টক্কর দিতে সক্ষম। এই ই-স্কুটারের দাম রাখা হয়েছে 1,47,999 টাকা (এক্স-শোরুম)। নতুন ভার্সনটিতে 30 শতাংশ বেশি শক্তি পাওয়া যাবে বলে দাবি সংস্থাটির। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ হবে 120 কিমি প্রতি ঘণ্টা।
আরও পড়ুন : এবার 5G-তে আসছে আরও বড় ধামাকা, তরতরিয়ে বাড়বে স্পিড! নতুন পরিষেবা শুরু Jio-র
একবার ফুল চার্জ দিলে 195 কিলোমিটার মাইলেজ দেবে স্কুটারটি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে স্কুটারটি হাতে পাবেন ক্রেতারা। উল্লেখ্য, Ola S1X-র এই দাম কিন্তু প্রথম সপ্তাহ অবধিই পাওয়া যাবে। তারপর রেগুলার দাম হবে 89,900 টাকা এবং 99,900 টাকা। এবং Ola S1X+ ভেরিয়েন্টের দাম বেড়ে হবে 1,09,900 টাকা। সমস্ত মূল্য এক্স-শোরুম। সাথে জানিয়ে রাখি, যারা Ola S1 Air স্কুটারের বুকিং করেছেন তারা খুব শীঘ্রই স্কুটার হাতে পাবেন। এই স্কুটারটি একবার সিঙ্গেল চার্জে 125 কিমি এবং এর দাম 1.10 লাখ টাকা (এক্স-শোরুম)।