টিকিট না কাটায় মহিলা যাত্রীর গায়ে হাত তুললেন টিটি! ভর সন্ধ্যেবেলায় ধুন্ধুমার পরিস্থিতি বিধাননগর স্টেশনে

বাংলা হান্ট ডেস্ক: ভর সন্ধ্যেবেলায় তুমুল চাঞ্চল্যকর ঘটনার সম্মুখীন হল বিধাননগর স্টেশন (Bidhannagar Road Railway Station)। পাশাপাশি, টিকিট পরীক্ষকের বিরুদ্ধে উঠল গুরুতরও অভিযোগও। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শুক্রবার সন্ধ্যেতে টিকিট না কাটার অপরাধে এক মহিলা যাত্রীর গায়ে হাত তোলেন কর্তব্যরত টিকিট পরীক্ষক। আর তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে ওই স্টেশন।

শুধু তাই নয়, এহেন ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশনে উপস্থিত যাত্রীরাও বিষয়টির প্রতিবাদে সরব হয়ে ওঠেন। এমনকি, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে, উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে স্টেশনের অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়। এদিকে, সেই গেটের বাইরে দাঁড়িয়েই বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন উত্তেজিত যাত্রীরা।

পাশাপাশি, সমগ্ৰ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনীও। এদিকে, এই সংক্রান্ত ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতেও শুরু করেছে নেটমাধ্যমে। মুকুট, স্টেশনে উপস্থিত যাত্রীরা অভিযোগ করেছেন যে, ওই টিকিট পরীক্ষক এক মহিলা যাত্রীর কাছ থেকে টিকিট পরীক্ষার সময়ে ওই যাত্রীর গায়ে হাত তুলে দেন। তারপরেই ওই যাত্রী সেখানে কাঁদতে শুরু করেন।

আরও পড়ুন: Indian Railways: মাত্র দুই অক্ষর, ভারতের সবথেকে ছোট নামের রেল স্টেশন হল এটি! রয়েছে প্রতিবেশী রাজ্যে

এদিকে, প্রতিদিনই সন্ধ্যে নাগাদ অফিস ফেরত যাত্রীদের তুমুল ভিড় পরিলক্ষিত হয় বিধাননগর স্টেশনে। পাশাপাশি, এটি শিয়ালদহ-রানাঘাট লাইনের অন্যতম ব্যস্ততম স্টেশন হিসেবে পরিগণিত হয়। এদিনও, স্টেশনে সন্ধ্যে নাগাদ তুমুল ভিড় ছিল। যদিও, সেই সময়ে এহেন ঘটনার প্রসঙ্গ সামনে আসতেই রীতিমতো গর্জে ওঠেন যাত্রীরা।

আরও পড়ুন: এবার ভোল পাল্টে যেতে চলেছে হাওড়া-দিল্লি রুটের! রেলের ১৩,৬০৬ কোটির প্রকল্পে এই স্টেশন পাচ্ছে গুরুত্ব

এমনকি, তাঁরা সম্মিলিতভাবে বিষয়টির প্রতিবাদ করতে শুরু করেন। কয়েকশো যাত্রী অফিসের গেটে সামনে দাঁড়িয়ে পড়েন। পাশাপাশি, তৈরি হয় উত্তেজনার আবহ। পাশাপাশি, ওই যাত্রীরা অভিযুক্ত টিকিট পরীক্ষকের উপযুক্ত শাস্তির দাবিও জানাতে থাকেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর