ফের বিদেশ যাবেন অভিষেক? কারণ কী! শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ চোখের চিকিৎসার (Eye Treatment) জন্য গত ২৬ শে জুলাই সস্ত্রীক বিদেশ পাড়ি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর গতকাল টানা ২৫ দিন পর সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ বিমানে করে কলকাতায় পৌঁছন নেতা।

স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিদেশ গেলেও কিছুদিন পরেই রুজিরা বাড়ি ফিরে আসেন। চিকিৎসার জন্য থেকে গিয়েছিলেন অভিষেক। রবিবার বিমানবন্দর থেকে কন্যা আজানিয়ার হাত ধরে বেরিয়ে আসেন তৃণমূল সাংসদ। খবর অনুসারে, চোখের চিকিৎসার প্রথমে দুবাইয়ে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে গিয়েছিলেন আমেরিকা হয়ে দেশে ফেরেন।

প্রসঙ্গত, গত অক্টোবরে আমেরিকায় নিউইয়র্ক শহরের কিছুটা দূরে বাল্টিমোর বিখ্যাত জনস হপকিন্স হাসপাতালের উইলমার আই ইনস্টিটিউটে অপারেশন হয় অভিষেকের। টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলে চোখের অপারেশন। এরপর সেখানের অন্যতম আই সার্জন ডেভিড গাইটন নেতার চোখ পরীক্ষা করেন।

আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’র জন্য ফের বিপাকে অভিষেক! ED-র অ্যাকশনে ঘুম উড়লো নেতার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা চোখের ‘অরবাইটাল ফ্র্যাকচার’ এর চিকিৎসা করেছেন বিশিষ্ট আই সার্জেন নিকোলাস মেহনি৷ অন্যদিকে যেভাবে ক্রমেই নেতার দৃষ্টি শক্তি কমে আসছিল সেই জায়গা থেকে চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক করার কঠিন কাজটি করেছেন আই সার্জন গাইটন৷

আরও পড়ুন: বিরাট অ্যাকশন! এত দিনে নড়েচড়ে বসল CBI, এবার নিজামে তলব করা হল ‘ওদের’

abhishek 2

এরপর ধীরে ধীরে চোখ স্বাভাবিক হলেও অরবাইটাল ফ্র্যাকচার’-এর অপারেশনর পরবর্তী চিকিৎসার জন্য তার ফের সেখানে যাওয়ার প্রয়োজন ছিল। তাই চিকিৎসার স্বার্থে বাধ্য হয়েই সম্প্রতি বিদেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর যে চিকিৎসক অভিষেকের অস্ত্রোপচার করেছিলেন, তিনিই গত ৮ আগস্ট নেতার চোখ পরীক্ষা করেছেন।

কাল দেশে ফিরলেও এরই মধ্যে জানা যাচ্ছে ফের মাস ছয়েকের মধ্যে অভিষেককে চোখের পরীক্ষার জন্য আমেরিকায় যেতে হতে পারে। এই নিয়েও শুই হয়েছে চর্চা। উল্লেখ্য, ২০১৬ সালে সিঙ্গুর দুর্ঘটনায় বা চোখের নীচের হাড় ভেঙে যায় অভিষেকের। এর পর দুবাই, সিঙ্গাপুর, হায়দরাবাদ ও কলকাতা মিলিয়ে মোট ৬ বার চোখে অপারেশন তৃণমূল নেতার৷ তবে এত চিকিৎসা, অস্ত্রোপচার সত্ত্বেও ক্রমেই খারাপ হচ্ছিল পরিস্থিতি। অভিষেকের বাঁ চোখের দৃষ্টিশক্তি কমে আসছিল। এরপর বাধ্য হয়ে গতবছর আমেরিকায় চিকিৎসা শুরু করেন নেতা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর