জাতীয় নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত! ক্রিকেটের মাঠ ছেড়ে এবার ভোটের আঙিনায় সচিন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২২ গজে ২৪ বছর ধরে তিনি ভারতীয় ক্রিকেট ভক্তদের বিনোদন দিয়েছেন। খেলা ছাড়ার পরেও তাকে নিয়ে আকর্ষণ কমেনি একবিন্দু। আজও ক্রিকেট সংক্রান্ত কোনও বিষয়ে তার কোনও মতামতকে অন্য পাঁচজন বিশেষজ্ঞর মতামতের চেয়ে বেশি গুরুত্ব দেয় ক্রিকেটপ্রেমীরা। সত্যি কথা বলতে যদি ভারতে ক্রিকেট একটা ধর্ম হয় তাহলে সেই ধর্মের সর্বোচ্চ ভগবান হলেন সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar)।

নির্বাচন কমিশনের সম্মান:
সচিনের এই ভাবমূর্তির কথা মাথায় রেখে এবার তাকে এক অভিনব সম্মান প্রদান করল ভারতের জাতীয় নির্বাচন কমিশন। তাদের সাথে হাত মিলিয়ে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন সচিন টেন্ডুলকার। নির্বাচন কমিশন তাকে ভোটিং জাতীয় আইকন ঘোষণা করেছেন এবং তিনি এবার থেকে দেশের নাগরিকদের সামনে ভোট দেওয়ার গুরুত্ব সংক্রান্ত প্রচার চালাবেন।

নির্বাচন কমিশনের বক্তব্য:
তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলেছে, “ক্রিকেট কিংবদন্তি এবং ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত শ্রী সচিন রমেশ টেন্ডুলকার একটি নতুন ইনিংস শুরু করবেন। ভারতের নির্বাচন কমিশনের ভোটারদের সচেতনতা এবং শিক্ষার জন্য ‘জাতীয় আইকন’ হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি।”

কি করতে হবে সচিনকে?
কিন্তু কিভাবে এই দায়িত্বটি পালন করতে শুরু করবেন সচিন? জানা গিয়েছে, কাল, ২৩শে আগস্ট, বুধবার দেশের রাজধানীর অর্থাৎ আকাশবানীর রঙ ভবনে অনুষ্ঠিত হতে চলা একটি ইভেন্টে সচিন টেন্ডুলকার তিন বছরের জন্য নির্বাচন কমিশনের সাথে একটি এমওইউ স্বাক্ষর করবেন।

আরও পড়ুন: আমি পেরেছিলাম, এখন কোহলিদেরও করতে হবে! এশিয়া কাপের আগে বিস্ফোরক সৌরভ

সচিনের ভূমিকা:
জানা গিয়েছে প্রধান নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পান্ডে এবং শ্রী অরুণ গোয়েলও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশনার আসন্ন নির্বাচনে, বিশেষ করে ২০২৪ সালের সাধারণ নির্বাচন ভোটারদের অংশগ্রহণ আরও বাড়িয়ে তোলার জন্য ভারতীয় তরুণদের মধ্যে সচিনের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর