বাংলা হান্ট ডেস্ক : এইমুহুর্তে বাংলা টেলিভিশনে যে কয়টা সিরিয়াল সম্প্রচারিত হয় তারমধ্যে সেরা একটি হল ‘নিম টস ফুলের মধু’ (Neem Phuler Madhu)। দর্শকপ্রিয় এই মেগা রোজই নতুন নতুন চমক নিয়ে আসে। যে কারণে শুরু থেকেই সিরিয়ালপ্রেমীদের মনে বিশেষ দাগ কেটেছে সিরিয়ালটি। বিশেষ করে পর্ণার বুদ্ধিদীপ্ত কাজকর্ম সকলেই দারুণ উপভোগ করে থাকে।
এই ধারাবাহিকের সবথেকে বড় ইউএসপি হল, নায়ক-নায়িকা পর্ণা সৃজন ছাড়াও প্রত্যেকের আলাদা আলাদা ট্র্যাক দেখানো হয়। সিরিয়ালের প্রতিটি চরিত্রকেই সমানভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে নির্মাতারা। গল্পে সৃজন ও পর্ণার (Srijan-Parna) মিষ্টি প্রেমের গল্প রয়েছে, তেমনি রয়েছে বাবুর মায়ের সাথে পর্ণার খুঁটিনাটি ঝগড়াও। আবার হেমনলিনী দেবীর মত এক সুন্দর চরিত্রকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন নির্মাতারা।
সবে মিলিয়ে ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকে টানটান উত্তেজনা। তাছাড়াও সিরিয়ালের আরও একটি বিষয় দর্শকদের ভিষণ পছন্দের। আর তা হল, কোনও একটা গল্পকে ইলাস্টিকের মতো টেনে না গিয়ে নির্দিষ্ট সময়েই তা শেষ করা হয়। তারপরেই নিয়ে আসে নতুন ট্র্যাক। এতে দর্শকরা বোর হওয়ার সময়ই পায়না। এই যেমন এখন ব্যটব্যাল ওরফে ফুল মাসি আর পর্ণার মধ্যে চলছে লড়াই।
আরও পড়ুন : যাদবপুরে পড়তে পড়তেই বাংলা সিরিয়ালে সুযোগ, জি বাংলার ফুলকির আসল পরিচয় জানেন
বটব্যালের চক্রান্তেই দত্ত বাড়ির সকলের সামনে এসেছে পর্ণার বিপাশা ব্যানার্জি সেজে শাড়ির ব্যবসা করার সত্যিটা। পর্ণা সকলের ভালোর জন্য এই কাজ করলেও সকলেই তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বাবুর মা তো অশান্তিকে চরম পর্যায়ে নিয়ে গেছে। দত্তবাড়ির উকিলকে ডেকে পর্ণা সৃজনের ডিভোর্স করাতেও বদ্ধ পরিকর তিনি। যদিও পর্ণা কিন্তু ছেড়ে কথা বলার মেয়ে নয়।
আরও পড়ুন : চন্দ্রযান, ISRO-কে নিয়ে কটাক্ষের জের! বড় বিপদ নেমে এল অভিনেতা প্রকাশ রাজের জীবনে
শাশুড়িকে হুমকি তো দিয়েইছে পাশাপাশি এবার ম্যাজিক করেই ফুল মাসি সেজে থাকা বটব্যালের মুখোশ খুলে পুলিশের হাতে ধরিয়ে দেবে পর্ণা। খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে, পর্ণা ধরে ফেলবে বটব্যালের সত্যি। পুলিশ ডেকে এনে সকলের সামনেই বটব্যালের পরচুল খুলে তার মুখোশ খুলবে পর্ণা। আর এই পর্ব দেখার জন্য রীতিমত মুখিয়ে রয়েছে সবাই।