বাংলা হান্ট ডেস্ক : অ্যাকশন হোক কী রোমান্টিক ঘরানার—শাহরুখের (Shah rukh Khan) ছবি মানেই ফার্স্ট ডে ফার্স্ট শো। বাকি ভক্তদের মত লেহরও (Lehar Khan) মিস করেননা শাহরুখের ছবি। শাহরুখের নাচের স্টাইল থেকে শুরু করে জনপ্রিয় সংলাপ অবধী আওড়াতেন ক্রমাগত। লেহরের মনে অভিনয়ের বীজ গেঁথেছিলেন শাহরুখই। কিন্তু সেই শাহরুখের সঙ্গেই যখন একই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেন তখন সেই প্রস্তাব ফিরিয়ে দিতে চেয়েছিলেন ‘জওয়ান’-এর অভিনেত্রী।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ৪ জুলাই দিল্লিতে জন্ম লেহরের। তার ইচ্ছে ছিল প্রাণিবিদ্যা নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হওয়ার। পরীক্ষাতেও ভালো ফল করছিলেন তিনি। শাহরুখের কোনও ছবি মুক্তি পেলেই তার সংলাপ থেকে শুরু করে নাচের স্টেপ সবটাই নিমেষের মধ্যে আত্মস্থ করে ফেলতেন লেহর। তবে শাহরুখের সঙ্গেই যে অভিনয়ের সুযোগ আসবে এটা তিনি কোনোদিনই ভাবতে পারেননি।
উল্লেখ্য, পড়াশোনার পাশাপাশি খেলাধুলো এবং নাচেও পারদর্শী ছিলেন লেহর। স্কুলে থাকাকালীন সবরকম অনুষ্ঠানেই পারফর্ম করতেন তিনি। পাশাপাশি নাচের বিভিন্ন রিয়্যালিটি শো-তেও অংশগ্রহণ করেছিলেন তিনি। এরপর বছর ১১-র ‘ডেস্টিনি’ নামে একটি শর্ট ফিল্মে অভিনয়ের সুযোগ পান তিনি। আর তার ঠিক এক বছর পরেই বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন লেহর।
আরও পড়ুন : শাহরুখের থেকে মাত্র এক পা পিছিয়ে সানি! এবার এই রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে চলেছে ‘গদর ২”
এরপর লীনা যাদবের পরিচালনায় ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পার্চড’ ছবিতে অভিনয় করেন লেহর। এরপর থেকেই লেহর ঠিক করেন, অভিনয়কে পেশা হিসাবে বেছে নিলেই তিনি ভাল থাকবেন। এরপর মুম্বাইয়ের একটি কলেজে ভর্তি হন তিনি। আর সেইসময়ই অয়ন মুখোপাধ্যায়ের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পান লেহর। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম পর্বের জন্য তার কাছে অফার যায়।
আরও পড়ুন : একাধিক সম্পর্কে লিপ্ত! টলিপাড়ার এই ৫ তারকার কেচ্ছাকাহিনী জানলে ছিঃ ছিঃ করবেন
নিজের সমস্ত পছন্দের তারকার সাথে অভিনয় করবেন এইকথা যেন বিশ্বাসই করতে পারছিলেননা তিনি। তবে দূর্ভাগ্যের ব্যাপার হল, শাহরুখের সাথে কাজ করার সুযোগ পাননি তিনি। ছবিতে রবিনার ভূমিকায় অভিনয় করতে দেখা যায় লেহরকে। পার্শ্ব চরিত্র হলেও তার কাছে এই চরিত্রের গুরুত্ব ছিল অনেকটাই। এরপর তাকে দেখা যায় ‘দহন’ ওয়েব সিরিজ়ে। তবে অনেকেই হয়ত জানেননা যে, এই সিরিজে কাজ করতে করতেই তার বাবাকে হারিয়েছেন তিনি। করোনার করাল গ্রাস কেড়ে নেয় তার বাবার প্রাণ।
আরও পড়ুন : ‘ওরে একে কেউ থামা’, ধেরে গলায় গান গেয়ে রোষের মুখে এনা সাহা! ভাইরাল ভিডিও ঘিরে কটূক্তির ঝড়
এরপরেই ‘জওয়ান’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় লেহরকে। প্রিয় অভিনেতা শাহরুখের সঙ্গে একই ছবিতে অভিনয়ের সুযোগ পান লেহর। তবে তখন তার মনের অবস্থা ঠিক ছিলনা। এই কারণে ছবির অফার ছেড়ে দেন তিনি। কিন্তু তার মায়ের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদল করেন। লেহর বলেন, ‘‘আমি অভিনয় চালিয়ে যাব শুধু বাবার জন্যই। আমি জানি বাবা এতে খুশি হবে। আমাকে দূর থেকেই আশীর্বাদ করবে।’’