স্বামীকে দলে না নেওয়ায় ক্ষুব্ধ! BCCI-কে মারাত্মক প্রশ্ন চাহালপত্নী ধনশ্রীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Team India) পরবর্তী চ্যালেঞ্জ হলো এশিয়া কাপের (2023 Asia Cup) ট্রফি জয়। সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করছে ভারত। ভারতের স্কোয়াড ঘোষিত হয়েছে ২১ তারিখেই। কিন্তু তারপর স্কোয়াড নিয়ে একাধিক বিতর্ক চলে গিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় বিতর্কটি হলো কেন দলে নেই অভিজ্ঞ লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।

এই সিদ্ধান্তটি অনেকের কাছেই চমকে দেওয়া ছিল।প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও এই নিয়ে মুখ খুলেছিলেন। মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় সৌরভকে প্রশ্ন করা হয়েছিল যে আসন্ন এশিয়া কাপের দলে যুজবেন্দ্র চাহালের মতো তারকার অনুপস্থিতি তাকে অবাক করেছে কিনা। উত্তরে সৌরভ জানিয়েছেন যে ভারতীয় স্কোয়াডে একজন অর্থোডক্স রিস্ট স্পিনারের অভাব তিনি সত্যিই অনুভব করছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে নিজের বক্তব্য বলেছেন, “আমি জানি না নির্বাচকরা কি ভেবে দল করেছেন কিন্তু আমার দলে সব সময় চাহালের জায়গা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে উপমহাদেশে। কুলদীপ রয়েছে ভালো কথা কিন্তু চাহালের মতো লেগ স্পিনার থাকলে ভারতের হয়তো আরও সুবিধা হতো।” প্রসঙ্গত কুলদীপ যাদব ছাড়া ভারতীয় দলে যে দুজন স্পিনার রয়েছেন তারা হলেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল।

এবার এই বিষয় নিয়ে চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা সরাসরি প্রশ্ন তুলেছেন। প্রত্যক্ষভাবে না হলেও তিনি পরোক্ষভাবে বলেছেন যে বিসিসিআই চাহালকে যোগ্য মর্যাদা দিচ্ছে না। নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে তিনি ঘুরিয়ে প্রশ্ন করেছেন, “আমি এবার অত্যন্ত সিরিয়াস ভাবে জিজ্ঞাসা করছি। চুপচাপ এবং নিজের মধ্যে গুটিয়ে থাকাটা কি কেরিয়ারের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে? আমাদের সবার কি নিজেকে অত্যন্ত বলিষ্ঠভাবে উপস্থাপন করলে তবেই কি আমরা যোগ্য মর্যাদা পাবো!”

dhana story

আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে এমন একাদশ নিয়ে নামবে ভারত! এই তারকাকে বাদ দিতে বাধ্য হচ্ছে BCCI

রোহিত শর্মা এবং অজিত আগারকার অবশ্য চাহালকে কেন দলে নেওয়া হয়নি সেই সম্পর্কে একটু ব্যাখ্যা দিয়েছিলেন দল ঘোষণার সময়। তবে রোহিত শর্মা সরাসরি যে সৌরভের কথার জবাব দিয়েছেন তা নয়। সাংবাদিক সম্মেলনে অনেকবারই তাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে চাহাল কেন নেই দলে। ভারতীয় দলে যে দুইজন স্পিনার প্রধান দায়িত্ব পালন করবেন তারা হলেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। রোহিত দলের তৃতীয় শ্রেণীর হিসেবে তিনি এমন কাউকে চেয়েছিলেন যিনি বোলিং এর পাশাপাশি কিছুটা ব্যাটিংও করতে পারে। তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে কেন তাহলে জায়গা হয়নি এবং কেন অক্ষর প্যাটেল জায়গা পেয়েছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর