বাংলা হান্ট ডেস্ক: ফের দুর্যোগের ঘনঘটা। তুমুল ঝড়বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্যের একাধিক জেলা। গতকাল রাত থেকেই একাধিক জায়গায় বিরামহীন বৃষ্টি। মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায়।
এরই মধ্যে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টির জেরে কলকাতায় কোনও কোনও রাস্তায় জল জমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও বর্ষণে জেরবার হবে রাজ্যবাসী।
শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: বিজেপিতে হুলস্থূল, আচমকাই দলীয় পদ ছাড়লেন BJP বিধায়ক সহ ৩০ নেতা! কারণ কী?
মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে আসার কারণে সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে একটি ঘূর্ণিঝড় উত্তর বাংলাদেশ ও প্রতিবেশী এলাকায় রয়েছে। যার দরুন বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা বয়ে আসছে রাজ্যে। এর জেরেই চলবে বৃষ্টি।
আজ শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে আজও কমলা সতর্কতা রয়েছে। কিছু কিছু জায়গায় জারি লাল সতর্কতা।
আরও পড়ুন: ‘…চাকরি হবে না’, শিক্ষক নিয়োগ নিয়ে এবার মুখ খুললেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
বাকি সমস্ত জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও।