বাংলা হান্ট ডেস্কঃ প্রতিবারের ন্যায় এবারেও অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Tele Academy Awards 2023)। সকাল থেকে সন্ধ্যা, নিত্যদিন আমাদের ড্রয়িংরুম আলোয় আনন্দে ভরিয়ে তোলেন যারা, তাদের সম্মান দেওয়ার জন্য বৃহস্পতিবার এক মেগা অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)।
লক্ষ্মীবারের সেই অনুষ্ঠানের মঞ্চজুড়ে যেন চাঁদের হাট। কত বড় মাপের পুরোনো তারকারা। আবার নতুনদের উপস্থিতিও ম ম করছে। মিউজিক-গানে জমজমাট সেই অনুষ্ঠান। সন্ধের সেই অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উপস্থিতি। প্রতি বছরের মতো এবারেও টেলি তারকাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি।
আর শুধুমাত্র যে পুরস্কার দেওয়ার জন্যই তিনি উপস্থিত হয়েছিলেন তেমনটা কিন্তু নয়। দায়িত্বের পাশাপাশি রয়েছে ভালোবাসা ও মনের গভীর টান। ষ্টার জলসা থেকে জি, বাংলার প্রতিটি ধারাবাহিকের নাম একেবারে ঠোঁটের ডগায় মুখ্যমন্ত্রীর। সাথেই তুলে ধরলেন পছন্দের সিরিয়ালের তালিকাও।
আরও পড়ুন: ‘রোজই দেখি একই গজল গাইছেন’, ভরা এজলাসে একি বললেন বিচারক! তুঙ্গে শোরগোল
ঠিক কী কী বললেন মুখ্যমন্ত্রী? তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমাদের শিল্পীদের এত গুণ, যে আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমাদের শিল্পীরা মুম্বইয়ের মতো বড় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেবে। তারা আমাদের সত্যিই গর্বের।’
এরপরেই গড়গড় করে ধারাবাহিকের (Bengali Serial) নাম বলতে শুরু করেন মমতার। ‘বাংলা মিডিয়াম থেকে ইষ্টি কুটুম সবই দেখি। অনুরাগের ছোঁয়ায় ওই ছোট্ট দুটি মেয়ে কী সুন্দর কথা বলে। জগদ্ধাত্রী, নিমফুলের মধু, রামপ্রসাদ সবই দেখার মতো।’
আরও পড়ুন: বাংলার কত শতাংশ মানুষ পছন্দ করেন মমতাকে? লোকসভার আগে প্রকাশ্যে ধামাকাদার রিপোর্ট
শুধু তাই নয় সিরিয়ালের পরবর্তী পর্বতে কী হতে পারে তাও নাকি আগে থেকে বুঝে যান তিনি। মমতা বলেন, ‘একদিন না দেখতে পেলে ভাবতে থাকি পরের দিন কী দেখাবে।’ এরপর খানিক মজা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আর একটা জিনিস তো আপনাদের আছেই। একজনের তিনটে বিয়ে হচ্ছে। আমি দেখলেই বুঝতে পারি, যে কী হতে চলেছে।’ মুখ্যমন্ত্রীর এই ঠাট্টা শুনে হাসতে শুরু করেন উপস্থিত সকলে।