ফিরহাদের এক নির্দেশেই প্রাক্তন মেয়র শোভনের জীবনে নেমে এল গভীর কষ্ট! চৰ্চা শহর জুড়ে

বাংলা হান্ট ডেস্কঃ একসময় কলকাতার মেয়র পদে আসীন ছিলেন শোভন চট্টোপাধ‌্যায় (Sovan Chatterjee)। বর্তমানে তিনি প্রাক্তন। সেই চেয়ার আজ মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। ২০২১ সালে দ্বিতীয়বারের জন্য মেয়র হিসেবে শপথ নিয়ে ফিরহাদ বলেছিলেন, ‘আমরা প্রশাসনিক পদে আছি, কিন্তু আমরা সবাই সেবক। আর আমি প্রধান সেবক।’ অর্থ্যাৎ তার একমাত্র লক্ষ্য যে মানুষের জন্য কাজ করা তা তিনি নিজের কথাতেই বুঝিয়ে দিয়েছিলেন।

তার আগে শোভনবাবু যখন মেয়র ছিলেন তখন পুরসভায় তার জন্য ছিল ‘বিশ্রামকক্ষে’। দীর্ঘ বহু বছর পেরিয়ে যাওয়ার পর সেই কক্ষ ভেঙে
ঠিকা কন্ট্রোলারের অফিস খুলছেন পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। এই নিয়েই শুরু হয়েছে জোর চৰ্চা।

আরও পড়ুন: ‘জানেন একজন বন্দিকে রাখলে সরকারের কত খরচ হয়?’, ভরা এজলাসে CBI-কে যা বললেন বিচারক

শুক্রবার পুরসভায় বিশ্রামকক্ষ ভেঙে ঠিকা কন্ট্রোলারের অফিস খোলার নির্দেশ দিয়ে ফিরহাদ বলেন, “মেয়রের আবার রেস্টরুম কি। পুরসভাটা একটা কাজের জায়গা। এখানে কি মেয়র বিশ্রাম নিতে আসেন!”

firhad hakim

তার কথায়, “বিশ্রাম নয়, পুরসভা কাজ করার জায়গা।” মেয়র আরও বলেন, “ওই জায়গাটাকে ভাল করে সাজিয়ে নিন। ওখানে কোনওদিন আমি বিশ্রাম নিতে যাব না।” প্রসঙ্গত, রক্সি সিনেমা হলের উপরে ফ্লোর জুড়ে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ‌্যায়ের ‘রেস্টরুম’। পুরসভার কাজের ফাঁকে মাঝে মাঝেই শোভনবাবু সেখানে রেস্ট করতে যেতেন।

আরও পড়ুন: বাংলার ‘এই’ দুটি সিরিয়ালের টাইটেল সংয়ের কথা ও সুর দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী! জানলে গর্ব করবেন

এদিন মেয়র ফিরহাদ হাকিম, সিনেমা হলের উপর ওই গোটা ফ্লোর জুড়ে বিশ্রামকক্ষ ভেঙে ঠিকা কন্ট্রোলারের অফিস খোলার নির্দেশ দেন। উল্লেখ্য,
ঠিকা জমিতে দ্রুত লিজ ডিড দেওয়ার জন‌্য নতুন অফিসের প্রয়োজনীয়তা রয়েছে। যারা ঠিকা জমিতে থাকেন, তাদের বাড়ি বানাতে এই লিজ ডিডের দরকার হয়।

পূর্বে ঠিকা জমিতে বাড়ি নির্মাণ নিয়ে বহু আইনি জটিলতা থাকলেও বর্তমানে কোনও ‘লিজ ডিড’ মাত্র ১৫ দিনে পাওয়া যায়। সেই লিজ ডিডের আবেদন জানিয়ে পুরসভায় বারংবার ফোনও আসছে। তাই দ্রুত ঠিকাজমির বাসিন্দাদের কাগজপত্র দেখতে হচ্ছে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের।

ওদিকে সমস্ত পক্রিয়া দ্রুত মিটিয়ে আবেদনকারীদের হাতে লিজ ডিড তুলে দিতে চাইছেন মেয়রও। এর জন‌্যই নতুন অফিসের প্রয়োজন পড়তে চিন্তাভাবনা করে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ‌্যায়ের ‘রেস্টরুম’ ভাঙার নির্দেশ দিয়েছেন মেয়র।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর