বাংলা হান্ট ডেস্ক : আগামী বুধবার ৩০ অগাস্ট মুম্বাই সফরে পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, I-N-D-I-A জোটের বৈঠকে যোগ দেওয়ার জন্যই এই সফরের আয়োজন। আর ঘটনাচক্রে সেইদিনই আবার রাখি পূর্ণিমা। আর এবার নাকি রাখি বন্ধন উৎসব পালন করতে বাঙলার জামাই অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চনের (Amitabh Bachchan) বাসভবন ‘জলসা’য় উঠছেন তৃণমূল সুপ্রিমো।
প্রসঙ্গত উল্লেখ্য, গতবার কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি ছিলেন বাঙলার জামাই বিগ-বি। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বঙ্গতনয়া জয়া বচ্চনও। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদও বটেন। আর এবার জয়ার নিমন্ত্রণেই জুহুতে অমিতাভের বাসভবনে পা রাখবেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাট সূত্রে খবর, ৩০ অগাস্ট বিমানবন্দর থেকে সোজা ‘জলসা’য় যাওয়ার কথা রয়েছে তার।
জানা যাচ্ছে আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর দু’দিন ধরে চলবে বৈঠক। বৈঠকের প্রথমদিনের যাবতীয় আয়োজনের দায়ভার নিয়েছেন এনসিপি নেতা শরদ পওয়ার ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। ঐদিনের বৈঠকে বিরোধী জোটের ভবিষ্যৎ কর্মসূচী সম্পর্কে বিশদে আলোচনা করবেন সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। পাশাপাশি মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড় ও তেলঙ্গনার বিধানসভা ভোট নিয়েও চলবে জল্পনা কল্পনা।
আরও পড়ুন : আসল ভক্ত! সুশান্ত সিং রাজপুত-র স্মৃতিজড়িত এই বিশেষ জিনিসটি কিনে নিলেন আদা শর্মা
জানিয়ে রাখি, আগামী এপ্রিলেই শেষ হচ্ছে রাজ্যসভায় জয়া বচ্চনের মেয়াদ। এদিকে সমাজবাদী পার্টির বর্তমান বিধায়ক সংখ্যাও নেহাত কম নয়। ১০৮ জন বিধায়ককে টেক্কা দিয়ে জয়ার পুনরায় রাজ্যসভায় ফেরা একটু অনিশ্চিত বৈকী। শোনা যাচ্ছে বচ্চন পরিবার ও তৃণমূল শিবির নাকি চাইছে যৌথভাবে জয়াকে বাংলা থেকে মনোনয়ন দিতে। আর সেই কারণেই নাকি বচ্চন পরিবারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : মেয়ে হলে কেমন লাগত সূর্য-সয়ম্ভূদের? টেলি নায়কদের এই ছবি না দেখলে চরম মিস
এদিকে আগামী এপ্রিল মাসে রাজ্যসভায় তৃণমূলেরও চারজন সাংসদের মেয়াদ শেষ হতে চলেছে। তালিকায় রয়েছেন শান্তনু সেন, আবির রঞ্জন বিশ্বাস, নাদিমুল হক এবং শুভাশিস চক্রবর্তী। এর আগে শান্তা ছেত্রী ও সুস্মিতা দেবের মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে আর মনোনয়ন দেয়নি তৃণমূল। আর সেই কারণেই শান্তনু, আবির, নাদিমুল এবং শুভাশিসও যে পুনরায় মনোনয়ন পাবেন সে কথা গ্যারান্টির সাথে বলা যাচ্ছেনা। এমতাবস্থায় জল্পনা বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী এবং বচ্চন পরিবারের বৈঠকের খবর। তবে গুজব যে কতটা সত্যি তা জানার জন্য আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে।