নেতাসুলভ চটক না দেখিয়েই বাজিমাত! ‘ওহ লাভলি’তে মদন মিত্রের পারিশ্রমিক শুনলে চমকে যাবেন

বাংলা হান্ট ডেস্ক : সদ্যই বড়পর্দায় মুক্তি পেয়েছে মদন মিত্র (Madan Mitra) অভিনীত ছবি ‘ওহ লাভলি’ (Oh Lovely)। রীতিমত রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। ছবির প্রোমোশনেও কোনোরকম খামতি রাখেননি বাংলার কালারফুল বয় মদন মিত্র। রাজনীতির পাশাপাশি অভিনয়েও ছক্কা হাঁকালেন কামারহাটির বিধায়ক। তবে জানেন কি ঠিক এই ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন মদন মিত্র?

দর্শকদের কথায়, পরিচালকের হিসেবে হরনাথ চক্রবর্তী, অভিনেতার আসনে খরাজ মুখোপাধ্যায়, লাবনী সরকার, ঋক ,রাজনন্দিনী পাল এবং মদন মিত্র__সবে মিলিয়ে ‘ওহ লাভলি’র স্টার কাস্টও রীতিমত লাভলি। বিশেষ করে মদন মিত্রকে অভিনেতা হিসেবে পেয়ে তো যারপরনাই খুশি সকলে। ছবিতে হেসেছেন, রেগেছেন, নেচেছেন__সর্বোপরি সবকিছুই করেছেন অভিনেতা মদন মিত্র।

বঙ্গ রাজনীতির এই হাসিখুশি মানুষকে দেখতে পর্দায় ভিড় জমিয়েছেন অনেকেই। তবে জেনে অবাক হবেন যে, ছবির সবথেকে দামি অভিনেতা পারিশ্রমিক বাবদ নেননি কোনও টাকাই! আর সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। অভিনেতা বিধায়ক বলেন, “আমি এই ছবির জন্য কোনও টাকা নিইনি। পরিবর্তে কামারহাটিতে একটা অনাথ আশ্রম রয়েছে। সেখানে ৫০০ জন বাচ্চাকে খাইয়ে দেওয়ার কথা বলেছি।”

আরও পড়ুন : একঘেয়ে গল্পের জের! ‘তোমাদের রানী’র স্লট আসতেই চিন্তায় ‘অনুরাগের ছোঁয়া’ ভক্তরা

জানিয়ে দিই, মদন মিত্র জানিয়েছেন, এই ছবি সফল হলে আগামী দু মাসের মধ্যে আরও বড় চমক অপেক্ষা করছে সকলের জন্য। এসবের মধ্যেই এইদিন বিধায়ককে জিজ্ঞেস করা হয়, এই তুমুল জনপ্রিয়তা কি তার স্ত্রীর চিন্তা বাড়াচ্ছে? জবাবে বিধায়ক বলেন, “আমার স্ত্রীর চিন্তা করার কিছু নেই। ও বেশিরভাগ সময়টাই নাতিকে নিয়ে কাটায়। জানি সিনেমায় কাজ করলে পার্টিতে যেতে হয়, অভিনেত্রীদের সঙ্গে কথা বার্তা বলতে হয়। কিন্তু, আমার স্ত্রী জানে কোনওদিন আমি সীমা পার করব না।”

আরও পড়ুন : দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে ঠুমকা শাহরুখের! ট্রেলার রিলিজের আগে মুক্তি পেল জওয়ানের গান

madan mitra

মদন মিত্রর সংযোজন, “এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রিকে বাঁচানোর প্রয়োজন রয়েছে। একাধিক মানুষের জীবন নির্ভর করে ইন্ডাস্ট্রির উপর। তাই যদি ছবি চলে বহু মানুষের জীবিকা বাঁচবে। সেই কারণে ছবিটির পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।” তবে একথা সত্য যে, রাজনীতিবিদ হিসেবে মদন ঠিক যতটা জনপ্রিয় ঠিক ততটাই জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা হিসেবে। এককথায় নেতাসুলভ চটক না দেখিয়েই চমকে দিলেন সবাইকে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর