বাংলাহান্ট ডেস্ক : নন্দীগ্রাম (Nandigram) এক নম্বর ব্লকের স্থায়ী সমিতির ভোটে জয়লাভ করেছে বিজেপি। জল্পনা তৃণমূলের দিব্যেন্দু অধিকারী এই নির্বাচনে ভোট দিয়েছেন বিজেপিকে। তাই তৃণমূল শিবিরের অনেকেরই বক্তব্য সামনে এসে গেছে দিব্যেন্দুর ‘আসল রূপ।’ দিব্যেন্দু অধিকারী অবশ্য এই বিষয় পরিষ্কারভাবে কিছু বলতে চাননি।
স্থায়ী সমিতির নির্বাচনে তিনি কাকে ভোট দিয়েছেন এই প্রশ্ন করা হলে তার উত্তর, “আমার গণতান্ত্রিক অধিকার রয়েছে ভোটদানের। আমি ভোট দিয়েছি সংবিধান প্রদত্ত ক্ষমতা থেকে। কাকে ভোট দিয়েছি না দিয়েছি সেটা সবাই জানে।” বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক মেঘনাদ পাল আবার বলছেন, “এলাকার উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিয়েছেন দিব্যেন্দু বাবু।”
আরোও পড়ুন : মেঘলা আকাশ, কেমন থাকবে রাখি পূর্ণিমার দিন বাংলার আবহাওয়া! দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টি? রইল আপডেট
তৃণমূল কংগ্রেসের (TMC) নন্দীগ্রাম এক নম্বর ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দিব্যেন্দুর অবস্থান দলের বিপক্ষে ছিল। তার কথায়, “দিব্যেন্দু বর্ণচোরা। সকালে তৃণমূল, রাতে বিজেপি। আজ স্পষ্ট হয়ে গেছে ওর লুকোচুরি খেলা। বিশ্বাসঘাতকতা রয়েছে অধিকারী পরিবারের রক্তে। আজ তা পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষের কাছে।”
আরোও পড়ুন : ফের পর্দাফাঁস ব্যাপক জালিয়াতির, কাঁড়ি কাঁড়ি টাকার আর্থিক কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা
স্থায়ী সমিতির নির্বাচনী ভোট প্রদানের জন্য ব্লক অফিসে সদস্যরা এদিন হাজির হন বেলা এগারোটা নাগাদ। প্রথম থেকেই এই নির্বাচনকে ঘিরে তৃণমূল ও বিজেপি শিবিরের উন্মাদনা ছিল তুঙ্গে। ভোট গ্রহণের আয়োজন করা হয় মোট নয়টি স্থায়ী সমিতি গঠনের জন্য। প্রথমে নেওয়া হয় জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির ভোট। সেক্ষেত্রে দেখা যায় বিজেপি ২৪ টি এবং তৃণমূল ১৮ টি ভোট পেয়েছে।
তৃণমূল কংগ্রেসের শেখ আজিজুল রহমান ভোটের ফল প্রকাশের পর অজ্ঞান হয়ে যান। এরপর তাকে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রিসাইডিং অফিসার, তথা ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্তের কাছে তৃণমূল এরপর আবেদন জানায় ভোট প্রক্রিয়া স্থগিত রাখার জন্য। কিন্তু দশ মিনিট পর প্রিসাইডিং অফিসার পুনরায় সমিতি গঠনের ভোট গ্রহণ শুরু করেন।
এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি (Bharatiya Janata Party) বাকি আটটি স্থায়ী সমিতিতে জয়লাভ করে। তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য ও এদিনের ভোট পর্বের ভোটার সামসুল ইসলাম জানান, “গায়ের জোরে ভোট করিয়েছেন বিডিও। বিজেপিকে জেতানোর জন্যই তার এই পক্ষপাতদুষ্ট আচরণ। তৃণমূলের টিকিটে সাংসদ হয়েও দিব্যেন্দু ভোট দিয়েছেন বিজেপিকে। আমাদের সাথে চক্রান্ত করেছেন। আদালতে যাব আমরা।”