বাংলা হান্ট ডেস্কঃ ৩১শে আগস্ট বৃহস্পতিবার মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে বিরোধী জোট ভারতের (I.N.D.I.A.) একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দু’দিন ধরে চলা এই বৈঠক প্রসঙ্গে রাজ্যের বিরোধী জোট সাংবাদিক সম্মেলন করে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলে এবং শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এই সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন। এ সময় তিনি দাবি করেন, I.N.D.I.A জোট এখন ২৬টি দল থেকে ২৮টি দলে উন্নীত হয়েছে। সেই সঙ্গে তিনি এও বলেন, ‘ভারত মাতাকে রক্ষা করতে আমরা একত্র হয়েছি।’
মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা খুশি যে মহারাষ্ট্রে I.N.D.I.A জোটের বৈঠক হতে চলেছে। আমরা বেঙ্গালুরুতে ছিলাম ২৬ পার্টি, এখানে আমরা ২৮ পার্টি হয়ে গেছি… ভারত যত বড় হবে, চীনও পিছু হটবে।
এ সময় এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, ‘২৮ দল এবং ৬৩ জন প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন।’ শরদ পাওয়ার আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে রাজনৈতিক পরিবর্তন আনতে বিরোধী জোট একটি শক্তিশালী বিকল্প দেবে। পাশাপাশি তিনি বলেন, ‘I.N.D.I.A’ জোটে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি।
#WATCH | "We're very happy that INDIA alliance meeting is going to take place in Maharashtra…in Bengaluru, we were 26 (parties), here it has become 28 (parties)…jaise INDIA badhega, waise hi China peeche hatega", says Maharashtra Congress chief Nana Patole pic.twitter.com/U7xVHyH4CW
— ANI (@ANI) August 30, 2023
শরদ পাওয়ার আরও বলেছেন যে, এনসিপি নিয়ে কোনও বিভ্রান্তি নেই। গত মাসে মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকারে যোগদানকারী তার ভাগ্নে অজিত পাওয়ারকে আক্রমণ করে তিনি বলেন, “যারা চলে গেছে তাদের জনগণ শিক্ষা দেবে।”